July 27, 2024, 2:20 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ধোঁকা খেলো উইন্ডোজের ‘হ্যালো’

ধোঁকা খেলো উইন্ডোজের ‘হ্যালো’

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

 

প্রিন্ট করা একটি ছবি দেখে ধোঁকা খেয়েছে উইন্ডোজ ১০-এর নতুন ফেইস স্ক্যানিং নিরাপত্তা ফিচার উইন্ডোজ হ্যালো।

প্রযুক্তি সাইট জেডডিনেট-এর প্রতিবেদনে বলা হয়, জার্মান নিরাপত্তা প্রতিষ্ঠান এসওয়াইএসএস-এর নিরাপত্তা গবেষকরা উইন্ডোজ ১০-এর পুরানো সংস্করণ ব্যবহার করা মেশিনের উইন্ডোজ হ্যালো ফিচারটিকে ধোঁকা দিতে সক্ষম হয়েছেন। উইন্ডোজ ১০-এর একাধিক সংস্করণ এই সমস্যায় আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

নিরাপত্তা প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের সারফেইস প্রো ৪ ডিভাইসে এই পরীক্ষা চালায়। ডিভাইসটিতে উইন্ডোজ ১০-এর ২০১৬ সালে আনা অ্যানিভারসারি আপডেট হিসেবে আনা সংস্করণটি ব্যবহার করা হচ্ছিল। পরীক্ষায় দেখা যায় পুরানো এই উইন্ডোজ ১০ সংস্করণে উইন্ডোজ হ্যালোর নিরাপত্তা ব্যবস্থাটি ব্যর্থ হয়েছে। পরীক্ষায় আরও দেখা যায়, উইন্ডোজ ১০-এর এই নিরাপত্তা ব্যবস্থার প্রতারণারোধী ফিচার যদি চলতি বছরের শুরুতে আসা ক্রিয়েটরস আপডেট বা অক্টোবরে আসা ফল ক্রিয়েটরস আপডেট সংস্করণে ‘ডিজএবল’ করা থাকে, তবে উইন্ডোজ হ্যালো ফিচারটি এড়িয়ে যাওয়া সম্ভব।

এমনকি সর্বশেষ আনা উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেট সংস্করণটিতে প্রতারণারোধী ফিচার চালু থাকলেও তা প্রতারণামূলক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের উইন্ডোজ হ্যালো ফিচার চালু করে সেটিংসে গিয়ে ফেসিয়াল রিকগনিশন নতুন করে চালু করতে ও প্রতারণারোধী ফিচার চালু আছে নিশ্চিত করতে পরামর্শ দিয়েছেন নিরাপত্তা গবেষকরা।

Share Button

     এ জাতীয় আরো খবর