January 11, 2025, 4:35 pm

সংবাদ শিরোনাম

ফাইনালে কি খেলবেন আমিনুল?

ফাইনালে কি খেলবেন আমিনুল?
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাঁহাতে ব্যান্ডেজ আছে এখনও। বোলিংয়ে কোনো সমস্যা নেই। নেটে বোলিং করার পর মাঠে স্পিন কোচ সোহেল ইসলামের সঙ্গে বোলিং অনুশীলন করলেন অনেকক্ষণ। তারপরও ফাইনালে আমিনুল ইসলাম বিপ্লবের খেলার সম্ভাবনা ক্ষীণ। কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট একাদশ নিয়ে মাঠে নামা তার পছন্দ। ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্বে অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিংয়ের ম্যাচেই চোট পেয়েছিলেন আমিনুল। সেদিনই রাতে হাসপাতালে নেওয়ার পর তিনটি সেলাই পড়ে এই লেগ স্পিনারের বাঁহাতে। চোট যদিও তার স্পিনিং ফিঙ্গারে নয়, তার পরও সতর্কতা হিসেবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলানো হয়নি তাকে। এরপর পেরিয়ে গেছে আরও সময়। আমিনুলের ব্যান্ডেজ খোলার অবস্থা হয়নি। তবু ফাইনাল ম্যাচ যেহেতু, অভিষেকে দারুণ বোলিং করা স্পিনারকে খেলানো হবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ জানিয়ে দিলেন তার ভাবনা। “ওর বাঁহাতে তিনটি সেলাই পড়েছে। যদিও বোলিং হাতে ইনজুরি নয়। তারপরও, কোচ হিসেবে আমি কখনোই এমন কাউকে খেলাতে চাই না, যার কোনো ধরনের চোট আছে। গুরুত্বপূর্ণ কোনো ক্যাচ তার কাছে আসতে পারে। প্রথম বলেই হয়তো ফিল্ডিং করতে গিয়ে হাতে লেগে তার সেলাই খুলে যেতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে ভাবার ব্যাপার আছে। “আমি সবসময় চাই শতভাগ ফিট ১১ জনকে নিয়ে মাঠে নামতে। আর আমার মতে, আমিনুল বা যে কারও বিকল্প আমাদের দলে আছে। আমার মনে হয় না, হাতে সেলাই নিয়ে ফাইনালে ওকে আমরা খেলতে দেখব।”

Share Button

     এ জাতীয় আরো খবর