October 8, 2024, 8:49 am

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৮ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

‘আমার জন্য চলচ্চিত্র নতুন এক পৃথিবী’

‘আমার জন্য চলচ্চিত্র নতুন এক পৃথিবী’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। চলতি বছর ‘সোনাবন্ধু’ ছবি দিয়ে এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম অভিনীত ছবি দিয়েই সবার মন জয় করেন তিনি। চলচ্চিত্রবোদ্ধা ও সাধারণ দর্শকদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। প্রথম ছবিতেই তার সঙ্গে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি ও চলতি সময়ের আলোচিত নায়িকা পরীমনিকে। এই নিয়ে দারুণ উচ্ছ্বসিত ডি এ তায়েব।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম ছবিতেই দু’জন সাড়া জাগানো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরেছি এটি আমার জন্য আনন্দের। তাদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। কারণ আমি ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেছি। তাদের সহযোগিতা না পেলে বড় পর্দায় কাজ করা আমার জন্য অসম্ভব হতো। চলচ্চিত্রের প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে কাজ করলে কাজের প্রতি আগ্রহ বাড়ে বলেও আমি মনে করি। ছোট পর্দার পাশাপাশি বর্তমানে চলচ্চিত্রের অভিনেতা হিসেবে নিজেকে ভাবতে কেমন লাগে জানতে চাইলে এ অভিনেতা বলেন, চলচ্চিত্র আমার জন্য নতুন এক পৃথিবী। এই পৃথিবীতে আমি পদচারণা শুরু করেছি মাত্র। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি। একটি বিষয় লক্ষ্য করেছি, চলচ্চিত্রের দর্শক ও ছোট পর্দার দর্শকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেটি চলচ্চিত্রে কাজ না করলে হয়তো জানা হতো না। চলচ্চিত্রের দর্শকদের আমার কাছে উদার মনে হয়। তারা একজন অভিনেতা কিংবা অভিনেত্রীর যেভাবে প্রশংসা করেন অন্য কাউকে তেমন দেখা যায় না। অনেক দর্শক আমার ‘সোনাবন্ধু’ ছবিটি একাধিকবার দেখেছেন বলেও আমাকে জানান। তাদের উৎসাহে চলচ্চিত্রে কাজ করার আগ্রহ বেড়েছে। এদিকে এই অভিনেতা তার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি তিনি ‘কাঙ্গাল’ শিরোনামের এ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এ ছবিতেও বরাবর দর্শকদের জন্য চমক থাকছে। এটিতে তার সঙ্গে দেখা যাবে বাংলা চলচ্চিত্রের সর্বাধিক ব্যবসা সফল বাণিজ্যিক ছবির নায়িকা অপু বিশ্বাসকে। নতুন ছবিতে ডি এ তায়েবকে কেমন চরিত্রে দেখা যাবে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি অ্যাকশন ধারার ছবি। আমাকে একজন অ্যাকশন হিরো হিসেবে দর্শকরা পাবে। এ ছবির জন্য আমি জিম করছি। এ ছাড়া আরো বেশ কিছু প্রশিক্ষণ নিচ্ছি। নতুন বছরের ১৫ই জানুয়ারি থেকে ‘কাঙ্গাল’ ছবির শুটিং শুরু করবো। এদিকে এরইমধ্যে অপু বিশ্বাসের সঙ্গে ডি এ তায়েব একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। সম্প্রতি বিভিন্ন চ্যানেলে এটির প্রচার শুরু হয়েছে। কাজের ক্ষেত্রে অপু বিশ্বাস দারুণ সহায়ক বলে মন্তব্য করেন ‘সোনাবন্ধু’র এই নায়ক। দ্বিতীয় ছবিতে তার সঙ্গে কাজ বেশ উপভোগ করবেন বলে আশা করছেন তিনি। চলতি বছর এই অভিনেতার ক্যারিয়ারের জন্য সোনালী সময় বলা চলে। চলচ্চিত্রে অভিষেক, শিল্পী সমিতির সদস্য হওয়া ও শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে চলতি বছর বেশ কয়েকজন অসহায় শিল্পীর পাশে দাঁড়ান তিনি। এ ছাড়া এটিএন বাংলা চ্যানেলের এটিএন অ্যাওয়ার্ডে এ বছর তিনি সেরা চিত্রনায়ক হিসেবে মনোনীত হয়েছেন। এই অভিনেতা বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি ঈদ ও ভালোবাসা দিবসের জন্য কাজ শুরু করেছেন। ছোট পর্দার ব্যস্ততা সম্পর্কে তিনি আরো বলেন, এরইমধ্যে আমার ‘ডিবি’ নাটকটি এক হাজার পর্বে নির্মাণ করার পরিকল্পনা করেছি। নতুন ছবির কাজ শুরু করার আগেই ছোট পর্দার কাজগুলো শেষ করতে চাই। চলচ্চিত্রের কাজের সময় ছোট পর্দার কোনো কাজ করবো না। একটি চরিত্রে থেকে অন্য চরিত্রের মধ্যে প্রবেশ করলে কাজের সমন্বয় থাকে না। ‘কাঙ্গাল’ ছাড়াও এই অভিনেতার হাতে আরো তিনটি চলচ্চিত্র রয়েছে। নতুন বছরে সেই ছবিগুলো সুন্দরভাবে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সবার নতুন বছর ভালো কাটুক সেটিই তিনি আশা করছেন।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর