October 8, 2024, 8:58 am

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৮ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

সেন্সরে ‘আমি নেতা হব’

সেন্সরে ‘আমি নেতা হব’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

২০০৯ সালে জাকির হোসেন রাজু পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের পিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। চলতি বছর প্রায় আট বছর পর তারা আবারো জুটি হয়ে ‘আমি নেতা হব’ ছবির কাজ করেন। এরইমধ্যে ছবির শুটিং, ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এ ছবিটি সম্প্রতি সেন্সরে জমা হয়েছে বলে জানিয়েছেন ছবির এই নির্মাতা। তিনি বলেন, ছবিটি সেন্সরে জমা হয়েছে।

ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করছি, ছবির গান ও গল্প দর্শকদের পছন্দ হবে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর নতুন বছরের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াত। চলতি বছরের ৩১শে জুলাই আফতাবনগরে এই ছবির শুটিং শুরু হয়। এরপর চাঁদপুর, এফডিসিসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এদিকে, ছবির প্রধান নায়ক শাকিব খান বর্তমানে ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ববি। ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। আর অন্যদিকে মিম অভিনীত ‘দাগ’ ও ‘পাষাণ’ নামে দুটি ছবির কাজ শেষ হয়েছে। এ দুটি ছবিতে যথাক্রমে পরিচালনা করছেন তারেক শিকদার ও সৈকত নাসির। এরমধ্যে ‘দাগ’ ছবিতে বাপ্পি চৌধুরী ও ‘পাষাণ’ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ওম।

 

Share Button

     এ জাতীয় আরো খবর