January 11, 2025, 5:48 pm

সংবাদ শিরোনাম

পরিত্যক্ত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচ

পরিত্যক্ত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচে বল মাঠে গড়ায়নি। স্কটল্যান্ডের ডান্ডিতে ফোরফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে শনিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। স্থানীয় সময় সকাল দশটার দিকে বৃষ্টি থামলে খেলা শুরুর সম্ভাবনা দেখা দেয়। দুপুর বারোটার দিকে আবার জোরালো বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ১ সেপ্টেম্বর, স্কটিশদের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। বাছাইপর্বে ‘বি’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে। ৫ সেপ্টেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। ৭ সেপ্টেম্বর ফাইনাল। ফাইনালে ওঠা দুই দল যোগ্যতা অর্জন করবে আগামি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। আগামী ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। গতবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে মূল বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

Share Button

     এ জাতীয় আরো খবর