ইউরোপের তিন দেশ নিজেদের মধ্যে টি-টোয়েন্টি খেলবে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
চলতি বছর ইউরোপের তিন ক্রিকেট খেলুড়ে দেশ মিলে আয়োজনের কথা ছিল ইউরো টি-টোয়েন্টি স্ল্যামের। কিন্তু সেই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে এক বছর। তার বদলে আগামি মাস থেকে নিজেদের মধ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। আয়ারল্যান্ডের ডাবলিনে ১৫-২০ সেপ্টেম্বরের এই টুর্নামেন্টে ম্যাচ হবে ছয়টি ম্যাচ। এক দল আরেক দলের সঙ্গে ম্যাচ খেলবে দু’টি করে। প্রত্যেক ম্যাচ হবে ডাবলিনের মালাহাইড গ্রাউন্ডে। মূলত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করেছে তিন দল।
সময়সূচি:
সেপ্টেম্বর ১৫, ২০১৯, আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস
সেপ্টেম্বর ১৬, ২০১৯, স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
সেপ্টেম্বর ১৭, ২০১৯, আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড
সেপ্টেম্বর ১৮, ২০১৯, আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস
সেপ্টেম্বর ১৮, ২০১৯, আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস
সেপ্টেম্বর ১৯, ২০১৯, স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
সেপ্টেম্বর ২০, ২০১৯, আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড