January 11, 2025, 6:45 pm

সংবাদ শিরোনাম

ঢাকায় আফগানিস্তান দল

ঢাকায় আফগানিস্তান দল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান দল। শুক্রবার সকাল পৌনে ১১টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছায় তারা। বিমান বন্দরে যাত্রা বিরতির পর নোভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে রশিদ খানের নেতৃত্বে সফর করতে আসা আফগান দলের। চট্টগ্রামে পৌঁছে বিশ্রামের পর হালকা অনুশীলন করবে তারা। এরপর বিসিবি একাদশের বিপক্ষে ১-২ সেপ্টেম্বর একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান।   এরপর ৫-৯ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।  ত্রিদেশীয় টি-টোয়েন্টি  সিরিজ খেলতে ৮ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা আছে জিম্বাবুয়ে দলের। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর