January 11, 2025, 6:43 pm

সংবাদ শিরোনাম

রাইডু ৫৮ দিনেই অবসরের সিদ্ধান্ত পাল্টালেন

রাইডু  ৫৮ দিনেই অবসরের সিদ্ধান্ত পাল্টালেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

অবসর ভেঙে মাঠে ফেরার ইঙ্গিত আগেই দিয়েছিলেন আম্বাতি রাইডু। ভারতীয় মিডল-অর্ডার ব্যাটসম্যান ইউ-টার্ন নিলেন ঠিকই। ৫৮ দিনের মাথায় অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা। হায়দ্রাবাদের হয়ে সব ধরণের ক্রিকেটে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এইচসিএ) একটি ই-মেইল পাঠিয়েছেন রাইডু। তাতে ভারতীয় ব্যাটসম্যান জানান, তার সিদ্ধান্ত ছিল ‘আবেগপূর্ণ’ এবং তিনি আবার ‘ক্রিকেটের সব ধরণের ফরম্যাটে খেলতে ইচ্ছুক’। ২০১৯ বিশ্বকাপের মাঝখানে ভারতীয় স্কোয়াডে জায়গা না পাওয়ায় হঠাৎ সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন রাইডু। তবে দুই মাসের মধ্যে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও-কে রাইডু লিখেন, ‘আমি (আম্বাতি রাইডু) আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি অবসর থেকে বেরিয়ে এসে সব ফরম্যাটের ক্রিকেট খেলতে আগ্রহী। রাইডুর সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছে হায়দ্রাবাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনও। এইচসিএ-এর সিইও বলেন, ‘সকলকে অবহিত করা যাচ্ছে যে, আম্বাতি রাইডু তার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন এবং হায়দ্রাবাদের হয়ে ২০১৯-২০ মৌসুমের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে খেলার ইচ্ছে জানিয়েছেন। হঠাৎ অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর এক ‘কঠিন সময়’ পার করেন রাইডু। তখন তাকে এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছেন ভারতের অনেক সিনিয়র ক্রিকেটার ও আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস। তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা, ‘আমি সিএসকে, ভিভিএস লক্ষণ এবং নোয়েল ডেভিডকে ধন্যবাদ দেওয়ার সুযোগটা নিতে চাই। তারা আমাকে কঠিন সময়ে পার করতে এবং অবসরের সিদ্ধান্ত বদলাতে সাহায্য করেছন।

Share Button

     এ জাতীয় আরো খবর