July 12, 2025, 6:44 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সুন্নতে খতনা সম্পন্ন ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ও দোয়া মাহফিল নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা! কর্ম চাঞ্চল্য ফিরেছে শহরে বেনাপোল স্হল পথে কোলকাতায় গেলো ৪০০ কেজি আম বেনাপোল স্থল বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয় বললেন…. বন্দর উপ পরিচালক মামুন তরফদার টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র অভিযান ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা জব্দ : আটক-১ পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে মৌলভীবাজারে সেফটি টেংকিতে নেমে ৪ জনের মৃত্যু মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ার মতিন সরকারের স্ত্রী, শাশুড়ি ও শশুর গ্রেফতার

ড্র ম্যাচেও উজ্জ্বল সাঈফ-নাঈম

ড্র ম্যাচেও উজ্জ্বল সাঈফ-নাঈম

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দারুণ বোলিংয়ে ৭ উইকেট নিয়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন নাঈম হাসান। দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখিয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান। ড্র হয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম চার দিনের ম্যাচ। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৪৪ রানে থামিয়ে বাংলাদেশ নেয় ১১৬ রানের লিড। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৪ উইকেটে ১০২ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক। ১১৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন সাইফ। পঞ্চম উইকেটে তার সঙ্গে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ার পথে পাঁচটি চারে ২৫ রান করেন জাকির হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টানা পাঁচ ইনিংসে দুই অঙ্কে যেতে ব্যর্থ হলেন মোহাম্মদ নাঈম। ৫৪ বল খেলে ৮ রান করেন তরুণ এই ওপেনার। দুটি করে ছক্কা ও চারে ৩৮ বলে ২৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। দ্রুত ফিরেন ইয়াসির আলী চৌধুরী ও আফিফ হাসান। প্রথম ইনিংসে ১৩৩ রানের দারুণ ইনিংস খেলা হাই পারফরম্যান্স দলের অধিনায়ক শান্ত জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার ৬ উইকেটে ১৯০ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা শুরুতেই হারায় চামিকা করুনারত্নেকে। অফ স্পিনার নাঈমের বলে বোল্ড হয়ে যান এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান। এরপর কালানা পেরেরা ও নিশান পেইরিসের উইকেটও তুলে নেন নাঈম। এক প্রান্ত আগলে রেখে দলকে টানা আশেন বান্দারাকে ফিরিয়ে লঙ্কানদের আড়াইশর আগে গুটিয়ে দেন শফিকুল ইসলাম। ৯৩ রানে ৭ উইকেট নেন নাঈম। বাঁহাতি পেসার শফিকুল ২ উইকেট নেন ৫৯ রানে। আগামী মঙ্গলবার কক্সবাজারে শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১ম ইনিংস: ৩৬০

শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: (আগের দিন ১৯০/৬) ১০৩.৪ ওভারে ২৪৪ (বান্দারা ৮৫, করুনারত্নে ৮, পেরেরা ৮, নিশান ১৫, ফার্নান্দো ১*; ইয়াসিন ১৬-৪-২৮-০, শফিকুল ২৩.৪-৬-৫৯-২, নাঈম ৪০-১৪-৯৩-৭, তানভীর ২২-৭-৪১-১, আফিফ ২-১-৬-০)

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ২য় ইনিংস: ৪৩ ওভারে ১০২/৪ (সাইফ ৪০*, নাঈম ৮, শান্ত ২৫, ইয়াসির ৩, আফিফ ১, জাকির ২৫*; ফার্নান্দো ৭-২-১৯-১, পেরেরা ৭-৪-৪-০, করুনারত্নে ৫-১-৫-০, মেন্ডিস ৬-৩-১৮-০, নিশান ১৫-৪-৪৩-৩, আসালঙ্কা ৩-০-১৩-০)

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত

Share Button

     এ জাতীয় আরো খবর