October 11, 2024, 6:17 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

২৯ অগাস্ট স্যামসাংয়ের উত্তরাধিকারী লি’র রায়

২৯ অগাস্ট স্যামসাংয়ের উত্তরাধিকারী লি’র রায়

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী জে ওয়াই লি’র বিরুদ্ধে আনা দুর্নীতি মামলায় ২৯ অগাস্ট সিদ্ধান্ত দেবে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট। দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে এক বছর আটক থাকার পর ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পান স্যামসাং গ্রুপের এই ভাইস চেয়ারম্যান। এবারে ২৯ অগাস্ট এই মামলায় রায় দেবে দেশটির সর্বোচ্চ আদালত– খবর রয়টার্সের। ঘুষ দেওয়া ও তহবিল আত্মসাতের দায়ে লিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল কোরিয়ার একটি নিম্ন আদালত। সিউলের হাই কোর্ট ওই সাজার মেয়াদ ছয় মাস কমিয়ে আড়াই বছর করে এবং দণ্ড স্থগিত করে তাকে মুক্তি দেয়। বিশ্বের অন্যতম শীর্ষ কর্পোরেট সাম্রাজ্যের উত্তরাধিকারী ৫১ বছর বয়সী লি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে বন্দী ছিলেন। ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও বলপূর্বক নিয়ন্ত্রণের অভিযোগে ক্ষমতা হারানো দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন লি। স্যামসাং গ্রুপের প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করার জন্য পার্ককে ঘুষ দিয়েছিলেন, এমন অভিযোগের পাশাপাশি তহবিল আত্মসাৎ এবং অন্যান্য অভিযোগে লিকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। সরকারী কৌসুলিরা লিয়ের ১২ বছরের কারাদণ্ডের আর্জি জানিয়েছিল। এ মামলায় লি এবং রাষ্ট্র পক্ষের আইনজীবী দুই পক্ষই সুপ্রিম কোর্টে আপিল করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর