January 11, 2025, 6:50 pm

সংবাদ শিরোনাম

ভারত সিরিজ জিততে চায়; ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য সমতায় শেষ করা

ভারত সিরিজ জিততে চায়; ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য সমতায় শেষ করা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দুর্দান্ত পারফরমেন্সে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ৩১৮ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। ফলে, দুই ম্যাচের সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয় করতে চায় ভারত। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য সমতায় দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করা। কিংস্টনে রাত ৮টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তিন ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে ভারত। দু’টি সিরিজ জয় করে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে বিরাট কোহলির দল। টি-২০ ও ওয়ানডের মত টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফরমেন্স করে ভারত। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৯৭ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন মিডল-অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পেসার ইশান্ত শর্মা ৪৩ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিবীয়দের গুটিয়ে দিয়ে ভারতকে ৭৫ রানের লিড এনে দেন। লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যানরা। রাহানে ১০২, হানুমা বিহারি ৯৩ ও অধিনায়ক কোহলি ৫১ রান করেন। ফলে ৭ উইকেটে ৩৪৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ভারত। এতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের টার্গেট দাড়ায় ৪১৯ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে ভারতের পেসারদের তোপের মুখে পড়ে দলীয় ৫০ রানেই নবম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত দুই বোলার কেমার রোচ ও মিগুইয়েল কামিন্সের দৃঢ়তায় ১০০ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ভারতের জসপ্রিত বুমরাহ ৭ রানে ৫ উইকেট নেন। প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চান ভারত অধিনায়ক কোহলি। সিরিজ জিততে দ্বিতীয় টেস্টেও জয় চান তিনি, ‘আমাদের লক্ষ্য টেস্ট সিরিজ জয়। প্রথম ম্যাচে দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। আশা করবো, দ্বিতীয় ম্যাচে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে। সিরিজ জয়ের জন্য আমাদের আরও বেশি ভালো পারফরমেন্স করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ঘুড়ে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তবে আমরাও সর্তক, ভালো পারফরমেন্স করে জয় তুলে নিতে। সিরিজর হার এড়াতে দ্বিতীয় ম্যাচ জিততে চান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। এজন্য আমাদের বাজেভাবে হারতে হয়েছে। বোলাররা ভালো করেছে। কিন্তু ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। আশা করি, ব্যাটসম্যানরা দ্বিতীয় টেস্টে ভালো করতে পারবে এবং দলকে জয় উপহার দিবে। ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), শিমরন হেটমেয়ার, শাই হোপ, ক্রেইগ ব্র্যার্থওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাকিম কর্নওয়াল, জামার হ্যামিল্টন, শ্যানন গ্যাব্রিয়েল, কেমো পল ও কেমার রোচ। ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা।

 

Share Button

     এ জাতীয় আরো খবর