বিচারক সাবা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
বাইক স্টান্টভিত্তিক প্রথম রিয়েলিটি শো ‘পালসার স্টান্টম্যানিয়া’র বিচারক হয়ে আসছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা। আগামীকাল শুক্রবার থেকে এনটিভিতে ‘পালসার স্টান্টম্যানিয়া’র প্রচার শুরু হবে। সাবা তৃতীয় পর্ব থেকে বিচারকের দায়িত্বে থাকছেন বলে জানান। তার ভাষ্য, প্রথমবারের মত বাইকারদের নিয়ে এই রিয়েলিটি শো হচ্ছে। গতানুগতিক আমাদের বিভিন্ন বিয়েলিটির শো অনুষ্ঠানগুলোর বাইরে এটি। এর আগে আমি সুন্দরী প্রতিযোগিতার বিচারক হয়েছি। এবার বাইকারদের নিয়ে দর্শকদের সঙ্গে থাকছি। এদিকে ঈদের ছুটি কাটিয়ে সাবা আবারও শুটিংয়ে ফিরেছেন। দীপ্ত টিভির ‘মধ্যবর্তিনী’ সিরিয়ালটির মধ্য দিয়ে ঈদের পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। গেল প্রায় ছয় মাস ধরে এই সিরিয়ালটির শুটিং করছেন তিনি। ছোট পর্দার বাইরে বড় পর্দায়ও অভিনয় করছেন সাবা। তার হাতে বর্তমানে ‘মধুর ক্যান্টিন’ শিরোনামের একটি চলচ্চিত্র আছে। এটি নির্মাণ করবেন সাঈদুর রহমান সাঈদ। মুক্তির অপেক্ষায় আছে ওপার বাংলায় সাবা অভিনীত ‘এপার ওপার’ শিরোনামের আরও একটি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী।