December 23, 2024, 11:56 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

চেয়ারম্যান পদ ছাড়লেন স্মিড

চেয়ারম্যান পদ ছাড়লেন স্মিড

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

সার্চ গুগল-এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের নির্বাহী চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন এরিক স্মিড।

২০১৮ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরবর্তী বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকে এই পরিবর্তন কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যালফাবেটের পক্ষ থেকে বলা হয়, স্মিড-এর জায়গায় নির্বাহী ক্ষমতা নেই এমন কোনো চেয়ারম্যান আনা হবে।

এক বিবৃতিতে স্মিড বলেন, “ল্যারি, সার্গেই, সুন্দার আর আমি, আমরা সবাই বিশ্বাস করি অ্যালফাবেটের বিবর্তনে এই পরিবর্তনের জন্য এখনই সঠিক সময়।” তিনি আরও বলেন, “অ্যালফাবেটের সাংগঠনিক কাঠামো এখন ভালো কাজ করছে, গুগল আর অন্যান্য বিভাগগুলো এখন ক্রমবর্ধমান।”

নির্বাহী চেয়ারম্যান পদ থেকে সরে আসলেও স্মিড অ্যালফাবেটের পরিচালনা পর্ষদ থেকে যাচ্ছেন না, প্রতিষ্ঠানটির কারিগরি উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব নিচ্ছেন তিনি। নিজের বিবৃতিতে তিনি বলেন, এখন থেকে ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে’ জনহিতৈষীমূলক কাজে সময় দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

২০০১ সালে গুগলের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছিলেন স্মিড। ২০১১ সালে হয়ে যান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান। গুগলকে আজকের অবস্থানে নিয়ে আসতে দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ আর সার্গেই ব্রিন-এর সঙ্গে মিলে কাজ করেছেন তিনিও।

২০১৫ সালে গুগল তাদের করপোরেট মূল প্রতিষ্ঠান হিসেবে অ্যালফাবেট গঠন করে। স্মিড তখন অ্যালফাবেটের নির্বাহী চেয়ারম্যান হন, পেইজ হন অ্যালফাবেটের প্রধান নির্বাহী, সুন্দার পিচাই-কে বানানো হয় গুগলের প্রধান নির্বাহী আর অ্যালফাবেটের প্রেসিডেন্ট হন ব্রিন।

Share Button

     এ জাতীয় আরো খবর