কোহলির ‘স্কোয়াড’ রোহিতকে ছাড়াই
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দুজনই রীতিমতো অস্বীকার করেছেন। কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু ঘটনা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মার শীতল দ্বন্দ সামনে নিয়ে আসছে। এবার সে দ্বন্দের গুঞ্জন আরও উসকে দিলেন নিজেরাই।
শুক্রবার ভোরবেলা কোহলি একটি ছবি টুইট করেন। ছবিতে কোহলির সঙ্গে দাঁড়িয়ে আছেন রবীন্দ্র জাদেজা, নভদ্বীপ সাইনি, খলিল আহমেদ, শ্রেয়াস আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, ভূবনেশ্বর কুমার ও কে এল রাহুল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘স্কোয়াড’।
এই টুইটের পরপরই আলোচনার ঝড় ওঠে। সমর্থকরা এক কথায় ধুয়ে দিয়েছেন কোহলিকে। প্রায় সবারই একই প্রশ্ন ছিলো, রোহিত ছাড়া কিভাবে স্কোয়াড হয়?
আলোচনার অবশ্য শুরুটা রোহিরই করেন বলা যায়। কোহলির এ টুইটের আগে ইন্সটাগ্রামে ম্যাচের এক ছবি পোস্ট করে রোহিত লেখেন, ‘আমি দলের জন্য খেলি না, দেশের জন্য খেলি।’
৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের সঙ্গে ৩টি করে টি-টুয়েন্টি, ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে কোহলির দল।