July 27, 2024, 9:49 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রাশিয়ার দাবানল নিয়ে ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনা

রাশিয়ার দাবানল নিয়ে ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইবেরিয়ার দাবানল এবং বাণিজ্যের ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে গত বুধবার কথা বলেছেন। হোয়াইট হাউজ একথা জানায়। খবর এএফপি’র। ট্রাম্পের প্রেস দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবেরিয়ার বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় এ দুই নেতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাণিজ্য নিয়েও আলোচনা করেন। এর আগে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া পরিবেশিত খবরে বলা হয়, এ ব্যাপারে ওয়াশিংটন ক্রেমলিনের প্রতি আলোচনার আহ্বান জানায় এবং ট্রাম্প দাবানল নিয়ন্ত্রণে মার্কিন সহায়তার প্রস্তাব দেন। কর্তৃপক্ষ জানায়, গত বুধবার পর্যন্ত রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের প্রায় ৩০ লাখ হেক্টর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। এই দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়ায় সেখানে কেবলমাত্র ছোট বসতি এলাকা নয়, বড় নগরীগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বিমান চলাচলও ব্যাহত হয়। বার্তা সংস্থা রিয়ার খবরে বলা হয়, পুতিন ওয়াশিংটনের সহায়তার প্রস্তাবের প্রশংসা করেন এবং একে তিনি রুশ-মার্কিন সম্পর্ক উন্নয়নের একটি ভাল ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, সিরিয়া ও ইউক্রেন প্রশ্নে মতপার্থক্য থাকায় ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর