April 26, 2025, 12:25 am

সংবাদ শিরোনাম
বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল বেনাপোল স্হল বন্দর দিয়ে গাড়ী আমদানি কমেছে যশোরে সন্ত্রাসী হৃদয় আটক দেখার কেউ নেই, ভুয়া সদস্যের ছড়াছড়ি-রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে

রাশিয়ার দাবানল নিয়ে ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনা

রাশিয়ার দাবানল নিয়ে ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইবেরিয়ার দাবানল এবং বাণিজ্যের ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে গত বুধবার কথা বলেছেন। হোয়াইট হাউজ একথা জানায়। খবর এএফপি’র। ট্রাম্পের প্রেস দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবেরিয়ার বিস্তৃত এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় এ দুই নেতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাণিজ্য নিয়েও আলোচনা করেন। এর আগে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া পরিবেশিত খবরে বলা হয়, এ ব্যাপারে ওয়াশিংটন ক্রেমলিনের প্রতি আলোচনার আহ্বান জানায় এবং ট্রাম্প দাবানল নিয়ন্ত্রণে মার্কিন সহায়তার প্রস্তাব দেন। কর্তৃপক্ষ জানায়, গত বুধবার পর্যন্ত রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের প্রায় ৩০ লাখ হেক্টর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। এই দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়ায় সেখানে কেবলমাত্র ছোট বসতি এলাকা নয়, বড় নগরীগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বিমান চলাচলও ব্যাহত হয়। বার্তা সংস্থা রিয়ার খবরে বলা হয়, পুতিন ওয়াশিংটনের সহায়তার প্রস্তাবের প্রশংসা করেন এবং একে তিনি রুশ-মার্কিন সম্পর্ক উন্নয়নের একটি ভাল ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, সিরিয়া ও ইউক্রেন প্রশ্নে মতপার্থক্য থাকায় ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর