December 11, 2024, 12:39 am

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে পুলিশ পরিচয়ে বীজ হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি উজিরপুরে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতা বহিষ্কার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ্য ও রোকেয়া দিবস পালিত বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত’ সম্মাননা পেলেন ৫ জয়িতা হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আটক সিংড়ায় সৎ মেয়েকে কুপিয়ে হত্যা সহিদ আলী’র পিতার জানাযা নামাজ ও দাফন সম্পন্ন ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

ইহুদিদের নিরাপত্তায় ফ্রান্সে ১০ হাজার পুলিশ

ইহুদিদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে ১০ হাজার পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সাম্প্রতিক বর্বরতার পরিপ্রেক্ষিতে ফ্রান্সে ইহুদিদের টার্গেট করে বেশ কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। এরপরই ইহুদিদের নিরাপত্তা দিতে অতিরিক্ত এই পুলিশ মোতায়েনের ঘোষণা এলো।

খবরে জানানো হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইহুদিদের স্কুল, সিনাগগ এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। ফ্রান্সের মোট ৯৫০টি স্থানকে এই নিরাপত্তার অধীনে আনা হবে। ফরাসি পার্লামেন্টে এ কথা জানান ডারমানিন।

তিনি বলেন, ৭ অক্টোবরের পর থেকে ফ্রান্সে মোট ৮৫৭টি ইহুদিবিদ্বেষী ঘটনা ঘটেছে। এই সংখ্যা গোটা ২০২২ সালের থেকেও বেশি।

প্যারিস ও এর কাছাকাছি ছোট শহরগুলোতে থাকা ইহুদি বাসিন্দাদের সব থেকে বেশি টার্গেট করা হয়েছে। এছাড়া ইহুদিদের বাড়িতে বিভিন্ন উসকানিমূলক স্প্রে-পেইন্ট করা হয়েছে বলেও জানা গেছে। ফ্রান্স কর্তৃপক্ষ ইহুদিবিরোধী এসব ঘটনার নিন্দা জানিয়েছে।

প্যারিসের ডেপুটি মেয়র আন্তোইন গুইলো ইহুদি-বিদ্বেষকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন। সেন্ট-ওয়েনের মেয়র করিম বোয়ামরানে বলেছেন, তার অফিস ফ্রান্সের ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

৭ অক্টোবর থেকে গাজায় একটানা হামলা চালিয়ে আসছে ইসরাইল। ইহুদিবাদী দেশটির হামলায় এখন পর্যন্ত প্রায় ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দিন যত যাচ্ছে ইসরাইলের হামলা আরও জোরদার হচ্ছে। ইসরাইলের হামলার নিন্দা জানানোর পরিবর্তে ফ্রান্সসহ গোটা পশ্চিমা বিশ্ব উলটো আরও তাদের সমর্থন দিচ্ছে

Share Button

     এ জাতীয় আরো খবর