July 27, 2024, 6:16 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নারী দলের দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়

নারী দলের দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় তৈরির লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হয়েছিল বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দলকে। সফরের প্রথম ভাগে ওয়ানডে সিরিজে অন্তত সেই চেষ্টায় সফলতা মিলেছে। গতকাল প্রিটোরিয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

তাতেই বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করল ইমার্জিং নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের ২-১ এ হারাল নারী দল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

গতকাল আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৬ রান তুলতে সমর্থ হয়েছিল প্রোটিয়ারা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে স্বাগতিকদের স্কোরটা বড় হয়নি। চেট্টি ৬৩, সিয়ারলে ৩৫, ব্রিটস ২৩, ডি ক্লার্ক ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে ফাহিমা তিনটি, খাদিজাতুল কোবরা দুটি, নাহিদা আক্তার, শায়লা শারমিন একটি করে উইকেট পান।

জবাবে শারমিন আক্তার সুপ্তার হাফ সেঞ্চুরিতে ৪৪.৪ ওভারে এক উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। মুর্শিদা খাতুন এবং শারমিন আক্তার সুপ্তার ওপেনিং জুটিই জয়ের ভিত গড়ে দেয়। তারা ৭৫ রানের জুটি গড়েন। মুর্শিদা খাতুন ৩১ রান করে রানআউট হন।দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা। ১৩৭ বলে ১০টি চারে ৮৩ রান করে অপরাজিত ছিলেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা। নিগার সুলতানা অপরাজিত ৪৮ রান করেন। শারমিন আক্তার সুপ্তা ম্যাচ সেরা হন।

ওয়ানডে সিরিজ জয়ের পর স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে বাংলাদেশ নারী দল। আগামি ৩১ জুলাই, ১ ও ৪ আগস্ট তিনটি টি-২০ অনুষ্ঠিত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর