ফোর্ড তৃতীয় প্রজন্মের স্বচালিত গাড়ির পরীক্ষায়
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট-এ তৃতীয় প্রজন্মের স্বচালিত গাড়ি ফিউশন হাইব্রিড-এর পরীক্ষা চালাবে ফোর্ড।
ইতোমধ্যেই পিটসবার্গ, পলো অল্টো, মায়ামি, ওয়াশিংটন ডিসি এবং ফোর্ডের নিজের এলাকা মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্নে গাড়িগুলোর পরীক্ষা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
“প্রতিটি শহরেরই কিছু ভিন্নতা রয়েছে যা আমাদের স্বচালিত ব্যবস্থাকে আরও স্মার্ট করতে সহায়তা করে, রাস্তার ভিন্ন ভিন্ন নকশা, চালনা ব্যবস্থা এবং ট্রাফিক বাতির অবস্থান সবই এর জন্য সহায়ক,” বলেন অর্গো এআই প্রেসিডেন্ট পিটার র্যান্ডার।
ফোর্ডের স্বচালিত ব্যবস্থা উন্নত করতে কাজ করছে অর্গো এআই। “পাঁচটি ভিন্ন স্থানে একসঙ্গে পরীক্ষা চালানোর কারণেই আমরা ভালো উন্নতি করছি,” বলেন র্যান্ডার। এই স্টার্টআপ প্রতিষ্ঠানটিকে গবেষণার কাজে শুরু থেকেই সহায়তা করে আসছে ফোর্ড।
তৃতীয় প্রজন্মের গাড়িতে বেশ কিছু উন্নতির কথা বলেছেন র্যান্ডার।। এর মধ্যে রয়েছে আগের চেয়ে অনেক উন্নত সেন্সর, উচ্চ রেজুলিউশানের ক্যামেরা, উন্নত কম্পিউটার ব্যবস্থা যা আরও বেশি তাপ ও শব্দসহায়ক। এ ছাড়া এর ব্রেকিং এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাও উন্নত করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।