January 15, 2025, 4:58 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ভারত-উইন্ডিজ ম্যাচ দিয়ে

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ভারত-উইন্ডিজ ম্যাচ দিয়ে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চলতি বছরের আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আইসিসির নতুন সংযোজন টেস্ট চ্যাম্পিয়নশিপ। বর্তমানে র‌্যাংকিংয়ের এক নম্বর হিসেবে বিরাট কোহলির ভারত থাকায় তাদের দিয়েই শুরু হবে এই চ্যাম্পিয়নশিপ। প্রতিপক্ষ হিসেব থাকবে ওয়েস্ট ইন্ডিজ।

২২ আগস্ট থেকে শুরু হওয়া এই টেস্ট সিরিজে থাকনে দুটি টেস্ট। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগুয়াতে। প্রথম ম্যাচটি হবে ভিভ রিচার্ড ক্রিকেট গ্রাউন্ডে ও দ্বিতীয়টি হবে সাবিনা পার্কে।

আগামী দুই বছর এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চলবে। ১২টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ৯টি এই টুর্নামেন্টে যোগ দেবে। এই দুই বছরে দলগুলোকে কমপক্ষে ১২০ পয়েন্ট পেতে হবে। ২০২১ সালে শীর্ষে থাকা দুটি দেশ খেলবে ফাইনাল টেস্ট।

২০১৮ থেকে ২০২৩ সালের এফটিপি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরেও দলগুলো ম্যাচ আয়োজন করতে পারবে। আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না।

ভারত-উইন্ডিজের এই টেস্টের আগে তারা  তিনিতি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডের একটি সিরিজ খেলবে। এক সপ্তাহ বিশ্রামের পর শুরু হবে টেস্ট সিরিজ।

Share Button

     এ জাতীয় আরো খবর