January 11, 2025, 5:01 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

ফেইসবুক সবচেয়ে পছন্দের কর্মস্থল

ফেইসবুক সবচেয়ে পছন্দের কর্মস্থল

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রে কর্মীদের কাজের জন্য সর্বোত্তম জায়গার স্থান দখলে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। অন্যদিকে, ২০১৬ সালে ৩৬তম স্থানে থাকলেও এবার নেমে ৮৪তম স্থানে চলে এসেছে টেক জায়ান্ট অ্যাপল।

চাকরিবিষয়ক ওয়েবসাইট গ্লাসডোর-এর করা ‘১০০ বেস্ট প্লেইসের টু ওয়ার্ক ইন দ্য ইউএস’ তালিকায় এ এই তথ্য উঠে এসেছে।

গ্রাসডোরের রেটিংয়ে নিয়োগকর্তা হিসেবে অ্যাপলের রেটিং এখনও উচ্চমানের, পাঁচের মধ্যে ৪.৩। কিন্তু তালিকায় গুগল, ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি আর ইয়াহু’র মতো প্রতিষ্ঠানগুলো অনেক উপরে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

ফেইসবুকের পরে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ব্রেইন অ্যান্ড কোম্পানি। এরপরেই অবস্থান নিয়েছে যথাক্রমে বস্টন কনসাল্টিং গ্রুপ, ইন-এন-আউট বার্গার আর গুগল।

গ্লাসডোর প্রধান নির্বাহী রবার্ট হম্যান এক বিবৃতিতে বলেন, “এটি স্পষ্ট যে কর্মীরা ফেইসবুকে কাজ করতে ভালোবাসে। আমরা তাদের মধ্যে যা দেখি তার মধ্যে সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে প্রতিষ্ঠানটি লক্ষ্যনির্ভর সংস্কৃতি, স্বচ্ছ নেতৃত্ব আর কর্মীদের কাজ যে সত্যিই বিশ্বব্যাপী শত শত কোটি মানুষের জীবনে প্রভাব রাখছে সে বিষয়টি।”

অ্যাপল কেন এত পিছিয়ে? গ্লাসডোর-এর কাছে পরিচয় প্রকাশ না করে মতামত দেওয়া প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী বলেন, অ্যাপলে ‘সম্পদের অভাব’ রয়েছে আর ‘কর্মজীবনে ভারসাম্য রাখার সুযোগ খুবই কম’।

গ্লাসডোর-এর কাছে একজন কর্মী বলছেন, “কার্যালয়ের জায়গা খুবই বিক্ষিপ্ত, নিজের চা-নাস্তা নিজে নিয়ে আসো ধরনের। দুপুরের খাবার বিনামূল্যে নয়, যদিও রাতের খাবার বিনামূল্যে দেওয়া হয়। আপনার কাজের জন্য কেউ আপনার পিঠ চাপড়াবে না, আর আপনার নিজের কর্মজীবন নিজেকেই এগিয়ে নিতে হবে, না হলে প্রয়োজনমতো পরামর্শদাতা খুঁজে নিতে হবে।”

তালিকায় অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে ১১তম স্থানে আছে ব্যবসায়িক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসএপি, ১৫তম স্থানে ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান সেলসফোর্স, ২১তম স্থানে ব্যবসায় ও চাকরিবষয়ক সামাজিক মাধ্যম লিঙ্কডইন, ৩১তম স্থানে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি, ৩৯ তম স্থানে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট আর ৫০তম স্থানে আছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স।

Share Button

     এ জাতীয় আরো খবর