বিশ্বকাপের ধারাভাষ্যকারদের সতর্ক করলো আইসিসি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ক্রিকেট ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ধারাভাষ্যকাররা খেলোয়াড় কিংবা আম্পায়ার বা আরো অন্যান্য ব্যবহারে সমালোচনা করে থাকেন। তবে বিশ্বকাপে সমালোচনা করার সময় ধারাভাষ্যকাররা যেন সংযমী থাকেন এবং তাদের সমালোচনা যেন নিরপেক্ষ হয়। চুক্তিবদ্ধ ধারাভাষ্যকারদের এভাবেই সতর্ক করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ জারি করেনি আইসিসি। তবে মুম্বাই মিরর জানাচ্ছে, ব্যক্তিগতভাবে অনেককেই ই-মেইল পাঠিয়ে সতর্ক করেছে সংস্থাটি। অস্ট্রেলিয়ার-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে কড়া সমালোচনা করেন সাবেক ক্যারিবীয় পেসার মাইকেল হোল্ডিং। ওই ম্যাচের আম্পায়ারিং ‘নির্দয়’ ও ‘দুর্বল’ বলে আখ্যায়িত করেন তিনি। এরপরই এই সতর্কবার্তা দিল আইসিসি। ওই ম্যাচে নিউজিল্যান্ড আম্পায়ার ক্রিস গাফানিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এই আম্পায়ার বারবার ভুল করেন ম্যাচে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ উইন্ডিজের বর্তমান থেকে সাবেক ক্রিকেটাররা। তবে বেশি বিপদে পড়তে হয়েছে ব্যাটিংয়ের সময়েই। ক্রিস গেইলের বিরুদ্ধে তিনবার এলবিডব্লিউ’র আবেদন করেছিলেন মিচেল স্টার্ক। প্রথম দু’বার আম্পায়ার আউট দিলেও গেইল বেঁচে যান ডিআরএসের সাহায্যে। কিন্তু তৃতীয়বার গেইল রিভিউ নিয়ে আউট হন। এই সময়ও দেখা যায়, গেইল যে বলে আউট হয়েছেন, তার আগের বলটি ছিল নো-বল। ফলে আউট হওয়ার বলটি ফ্রি-হিট হওয়ার কথা। সঠিক আম্পায়ারিং হলে গেইলকেও সাজঘরে ফিরতে হত না। এই ঘটনার পর আক্রমণাত্মক কথা শুনিয়েছেন সাবেক ক্যারিবীয় পেসার মাইকেল হোল্ডিং। তার মন্তব্য, ‘এই ম্যাচের আম্পায়ারিং একেবারে নিষ্ঠুর হয়েছে। আম্পায়াররা অজি বোলারদের মাত্রাতিরিক্ত আবেদনের সামনে মাথা ঝুঁকিয়েছেন। তার মানে আম্পায়াররা দুর্বল। এটাই সবচেয়ে খারাপ হয়েছে।’