ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দেশের সবশেষ টেস্ট সিরিজে বিশ্রাম নেওয়া সাকিব আল হাসানকে টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে। তার সহকারী হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
“আমরা টেস্ট অধিনায়ক পরিবর্তন করছি। আগামি সিরিজ থেকে আমাদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। অন্য ফরম্যাটে যেভাবে ছিল সেভাবেই থাকবে।”
দক্ষিণ আফ্রিকায় হতাশার সফর শেষে টেস্ট দলের নেতৃত্বের পরিবর্তন অনুমিতই ছিল। প্রশ্নবিদ্ধ হয়েছিল মুশফিকুর রহিমের নেতৃত্ব। ম্যাচ চলার সময়ে বোলারদের কঠোর সমালোচনা করে নিজেও সমালোচনায় পড়েন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
টেস্ট দলের সহ-অধিনায়ক ছিলেন ওপেনার তামিম ইকবাল। তার জায়গায় দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ আগেও সহ-অধিনায়ক ছিলেন।