December 23, 2024, 7:05 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

ফেইসবুক দাতব্য সংস্থায় অনুদানে অর্থ নেবে না

ফেইসবুক দাতব্য সংস্থায় অনুদানে অর্থ নেবে না

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

ফেইসবুকের সেবা ব্যবহার করে দাতব্য সংস্থায় অনুদানের ক্ষেত্রে কোনো অর্থ নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ।

দাতব্য সংস্থার ক্ষেত্রে কোনো চার্জ রাখা না হলেও কিছু ব্যক্তিগত তহবিল সংগ্রহকারীর জন্য আগের মতোই চার্জ রাখা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-এ প্রতিষ্ঠানের সোশাল গুড ফোরাম-এ জাকারবার্গ বলেন, “এখন ফেইসবুকে ব্যবহারকারীরা যে অর্থ দান করবেন তার শতভাগ তারা যে কারণে অনুদান দিচ্ছেন তাতে ব্যয় করা হবে।”

“এটি এমন কিছু যা নিয়ে আপনারা অনেকেই আমাদের সঙ্গে কথা বলেছেন। বেশ কিছু দাতব্য সংস্থার তদবিরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” যোগ করেন জাকারবার্গ।

ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে দাতব্য সংস্থা এবং ব্যক্তিগত অর্থ সংগ্রহকারী উভয় ক্ষেত্রে অনুদানের জন্য চার্জ লাগবে না। অন্যান্য অনুদানের ক্ষেত্রে ফেইসবুকের নীতিমালা অনুযায়ী যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীর জন্য ৬.৯ শতাংশ এবং কানাডা’র জন্য ৮.৮ শতাংশ চার্জ রাখা হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

জাকারবার্গ আরও বলেন সামাজিক মাধ্যমে যে অনুদান দেওয়া হয় তার সঙ্গে মিল রাখতে বার্ষিক পাঁচ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠন করা হবে।

এছাড়া দাতব্য সংস্থাগুলোকে ‘ফান্ডরেইজার এপিআই’ বা একটি সফটওয়্যার ব্যবহারের অনুমোদন দেওয়া হবে যার মাধ্যমে তারা ফেইসবুকের ফিচারগুলো আরও সহজে ব্যবহার করতে পারবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর