‘আরও পুরস্কার জিতবে রোনালদো’
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতা ক্রিস্তিয়ানো রোনালদো আরও পুরস্কার জিতবেন বলে বিশ্বাস রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রবের্তো কার্লোসের।
বৃহস্পতিবার বার্সেলোনার ফরোয়ার্ড মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি’অর পুরস্কার জিতেন রোনালদো।
এর আগে পাঁচবার এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের রেকর্ডে এবার ভাগ বসালেন ৩২ বছর বয়সী রোনালদো।
টানা দ্বিতীয় বার ব্যালন ডি’অর জেতা রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করলেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কার্লোস।
“সে আরও পাবে। সামনে আরও শিরোপা আসছে। আরও অনেক পুরস্কার জিতবে সে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল ও ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো। পর্তুগালের রোনালদোকে প্রশংসায় ভাসালেন তিনিও।
“এই পুরস্কার তার প্রাপ্য। তার সঙ্গে উদযাপন করতেই আমরা এখানে।”