ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংলিশ পেসারদের বোলিং তোপে মাত্র ১৩৮ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৪২ রান করেছিল অসিরা। জবাবে তৃতীয় দিনে ইংল্যান্ড অলআউট হয়েছে ২২৭ রানে।
প্রথম ইনিংসে ২১৫ রানের লিড পেলেও ইংল্যান্ডকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যযে পড়ে দলটি। তাই ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৫৪ রানের বড় টার্গেট নির্ধারিত হয়েছে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে গতকাল ৫৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আজ চতুর্থ দিনে এর সঙ্গে আর ৮৫ রান যোগ করতেই অলআউট স্মিথ বাহিনী।
অসিদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলতে পেরেছেন উসমান খাজা ও মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া শন মার্শ আউট হয়েছেন ১৯ রানে।
ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এ ছাড়া ৪টি উইকেট নেন ক্রিস ওয়াকস।