ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
গেতাফের বিপক্ষে খেলতে নেমে চলতি লা লিগায় প্রথম বারের মতো হারের স্বাদ পেয়েছে ভালেন্সিয়া। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানো হলো না দ্বিতীয় স্থানে থাকা দলটির।
নিজেদের মাঠে রোববার রাতে ভালেন্সিয়াকে ১-০ গোলে হারায় গেতাফে। ৬৬তম মিনিটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কেল বের্গারা।
প্রথমার্ধে মাউরো আরামবাররি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া হলে স্বাগতিক দলকে ৬৫ মিনিটই খেলতে হয় ১০ জন খেলোয়াড় নিয়ে।
সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ভালেন্সিয়ার মিডফিল্ডার দানি পারেহো। তবে তার ফ্রি-কিকটি লাগে পোস্টের গোড়ায়।
যোগ করা সময়ে সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ পেয়েছিলেন চলতি লিগে এখন পর্যন্ত ৯টি গোল করা সিমোনে জাজা। কিন্তু খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ভালেন্সিয়ার এই স্ট্রাইকারের হেড।
১৪ ম্যাচে ভালেন্সিয়ার পয়েন্ট ৩১। ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩০। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।