ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
হেলমেটের গ্রিলে বল লেগে ফিলিপ হিউজের মৃত্যুর কথা ভুলেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য হেলমেটে বা মাথায় বলের আঘাত লাগলে তাৎক্ষণিকভাবে আম্পায়ারদের তৎপর থাকার নির্দেশনা দিয়ে রেখেছে বিশ্ব সংস্থাটি।
নয়াদিল্লিতে চলমান ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টে তাই অধিকতর সতর্ক দেখা গেল আম্পায়ারদের। প্রথম দিন মুরালি বিজয়ের সুইপ শটে বল শর্ট লেগে থাকা সাদিরা সামারাবিক্রমার হেলমেট গ্রিলে গিয়ে লাগে। কোনো সমস্যা বোধ না করায় পরের ওভারে আম্পায়ার নাইজেল লং গিয়ে কথা বলেন সামারাবিক্রমার সঙ্গে। লঙ্কান ফিজিওর সঙ্গে আলাপ করে তাকে মাঠের বাইরে থাকার নির্দেশ দেন আম্পায়ার লং।
আইসিসির এক মুখপাত্র এ প্রসঙ্গে জানান, ‘আম্পায়ারদের নির্দেশ দেওয়া হয়েছে, এরকম সময় যাতে তারা সতর্ক থাকেন। একই সঙ্গে ভেন্যুতে থাকা চিকিৎসকদের সঙ্গে আলাপ করার কথাও বলা হয়েছে। আইসিসির পক্ষ থেকে আন্তর্জাতিক ম্যাচে ভেন্যুতে চিকিৎসা সুবিধা রাখার কথাও বলা হয়েছে।’
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ২০১৪ সালে শন অ্যাবটের বাউন্সারে আঘাত পাওয়ার তিনদিন পর মারা যান এই ক্রিকেটার ফিলিপ হিউজ। যেই মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকে। এরপর থেকে হেলমেটে বাড়তি সুরক্ষা দেওয়ার পাশাপাশি আম্পায়ারদের সতর্ক করে দেয়া হয়।-ক্রিকবাজ।