ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
এবারের ব্যালন ডি’অর যে ক্রিস্তিয়ানো রোনালদোই জিতবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের।
আগামী বৃহস্পতিবার ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করবে ফুটবল বিষয়ক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ের লড়াইয়ে পরিষ্কার এগিয়ে আছেন গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে মূল ভূমিকা রাখা রোনালদো।
২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার পথে প্রতিযোগিতাটির নকআউট পর্বে দুটি হ্যাটট্রিকসহ ১০টি গোল করেন রোনালদো, আসরে করেন সর্বোচ্চ ১২ গোল। পাঁচ বছরের মধ্যে দলকে প্রথম লিগ শিরোপা জেতাতেও দলের পক্ষে সর্বোচ্চ গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
অক্টোবরে মেসি ও নেইমারকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ড জিতেন রোনালদো।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যালন ডি’অর হাতে মেসিকে নিয়ে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনটির প্রচ্ছদ দাবি করা কয়েকটি ছবি ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে, পুরস্কারটি পেতে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড।
অন্যদিকে স্পেনের কিছু গণমধ্যমের খবর, এরইমধ্যে রোনালদোকে নাকি জানিয়ে দেওয়া হয়েছে তিনিই পেতে যাচ্ছেন পুরস্কারটি।
দুরকম গুঞ্জন ছড়ালেও রোনালদোর ব্যালন ডি’অর জেতা নিয়ে পেরেসের মনে কোনো সংশয় নেই।
“রোনালদো আমাদের অন্যতম সেরা প্রতীক। সে আমাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। কিছু দিন আগে, সে ‘দ্য বেস্ট’ জিতেছে আর এই সপ্তাহে সে তার পঞ্চম ব্যালন ডি’অর জিততে যাচ্ছে।”