ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে রবিবার ব্যাঘাত ঘটিয়েছে অতিমাত্রার বায়ূ দূষণ। বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণযুক্ত শহর ভারতের রাজধানী দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সফরকারী লঙ্কান দলের ফিল্ডালদের মুখে মাস্ক পড়ে খেলতে দেখা যায়।
মধ্যাহ্ন বিতিরর পর দূষণের মাত্রা বেশি পরিলক্ষিত হওয়ায় অধিকাংশ লঙ্কান খেলোয়াড় মুখে মাস্ক পড়ে মাঠে নামেন। ধোয়াশাচ্ছন্ন কন্ডিশনের বিষয়ে লঙ্কান খেলোয়াড়রা আম্পায়ারকে অভিযোগ করলে এ সময় খেলা প্রায় ২০ মিনিট বন্ধ ছিল।
এদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দিল্লির বায়ু দূষণের মাত্রা দেখানো হয়েছে ৩২৮। যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদ-ে স্বাভাবিকের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। ম্যাচ চালু করার বিষয়ে আম্পায়াররা ম্যাচ রেফারি, টিম ডাক্তার এবং ফিজিওথেরাপিস্টদের সঙ্গে আলোচনার জন্যই ম্যাচটি কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল।
অতীতে দুর্বল আবহাওয়া, আলোক স্বল্পতা কিংবা বৃষ্টিপাতের কারণে খেলা বন্ধ রাখার ঘটনা ঘটলেও বায়ুদূষণের কারণে খেলা বন্ধ রাখার কোন খবর শুনা যায়নি। অফিসিয়াল সম্প্রচাররকদের একজন উপস্থাপক বলেন, ‘এ ধরনের ম্যাচ বিরতি অবশ্যই এটি প্রথম।’ বাসস