January 11, 2025, 12:14 pm

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

এবারের বিপিএলে সংসার পেতে বসেছেন অপু

এবারের বিপিএলে সংসার পেতে বসেছেন অপু

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এবারের বিপিএলে যেন সংসার পেতে বসেছেন অপু। নাজমুল ইসলাম অপু। যার সঙ্গে তাঁর প্রেম, সেই স্পিন বোলিংয়েই ঘর পেতেছেন। তাঁর জন্য ঘর হলেও প্রতিপক্ষের জন্য যে তা পেতে রাখা ফাঁদ।

আর তাতে ফেঁসে যাচ্ছেন বাঘা বাঘা ব্যাটসম্যানরাও। শুরু থেকে দুর্দান্ত বোলিং করে আসা অপু তবু আলোতে আসতে পারছিলেন না ম্যাচ জেতানো স্পেল ছিল না বলে। আজ যেন সে আক্ষেপ ঘুচিয়ে দিলেন।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বীরত্বে রংপুর রাইডার্স আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতলেও ম্যাচ সেরার পুরস্কার বাগিয়েছেন এই বাঁহাতি স্পিনার। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে বল করে থাকেন।

এবারে তো রংপুরের হয়ে মাশরাফির বোলিং পার্টনার হয়ে উঠেছেন। আজও শুরুতেই বোলিং আক্রমণে এসে ডট বল করেছেন ১২টি। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। দুই ওপেনারকেই আউট করেছেন, সেই সঙ্গে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন সিলেট সিক্সারসের অধিনায়ক নাসির হোসেনকেও।

এরপরও ম্যাচে তাঁর অবদান ছিলই। ৩৭ বলে ৫৪ রান করে হুমকি হয়ে ওঠা বাবর আজমকেও রান আউট করেছেন। সিলেটের ৫ উইকেটের চারটিতেই তাঁর প্রত্যক্ষ অবদান ছিল। ম্যাচ সেরার পুরস্কার তো ২৬ বছর বয়সী এই বাঁ হাতি স্পিনারেরই প্রাপ্য ছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর