January 7, 2025, 5:20 am

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

ফেইসবুক কেমব্রিজ অ্যানালিটিকা নিয়ে মামলায়

ফেইসবুক কেমব্রিজ অ্যানালিটিকা নিয়ে মামলায়

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

 

ওয়াশিংটন ডিসি’র অ্যাটর্নি জেনারেল মামলা করেছেন ফেইসবুকের বিরুদ্ধে।

কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারিতে ফেইসবুকের ভূমিকা নিয়ে শাস্তি দাবি করেছেন ডিসি’র অ্যাটর্নি জেনারেল কার্ল রেসিন।

কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারি নিয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে এটিই প্রথম গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়- এক বছর ধরে গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে ফেইসবুকের ভুল পদক্ষেপের বিরুদ্ধে বেশ কিছু তদন্তের দাবি করা হয়েছে মামলায়।

ফেইসবুকের এক মুখপাত্র বিবিসিকে জানান, “আমরা অভিযোগ পর্যালোচনা করছি এবং  ডিসি ও অন্যান্য যেকোনো জায়গায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাবো।”

এই মামলার পাশাপাশি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ফেডারেল ট্রেড কমিশন এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস-এর তরফ থেকেও মামলা রয়েছে ফেইসবুকের বিরুদ্ধে।

কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনায় যুক্তরাজ্যে পাঁচ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে ফেইসবুককে। এ ধরনের ঘটনায় যুক্তরাজ্যে এটিই ছিল সর্বোচ্চ জরিমানা।

এছাড়া আইরিশ ডেটা সুরক্ষা নীতিনির্ধারকদের দিক থেকেও বড় বিপাকে পড়তে পারে ফেইসবুক। বেশ কিছু নিরাপত্তা ত্রুটি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে তারা।

ওয়াশিংটন ডিসি’র অ্যাটর্নি জেনারেলের এই পদক্ষেপে ফেইসবুকের সাম্প্রতিক আরও কিছু তথ্য নিরাপত্তার বিষয় যোগ হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর