January 11, 2025, 12:40 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

যুব এশিয়া কাপে গ্রুপ সেরা বাংলাদেশ

যুব এশিয়া কাপে গ্রুপ সেরা বাংলাদেশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

যুব এশিয়া কাপ থেকে ভারতকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ। পিনাক ঘোষের দারুণ ব্যাটিংয়ে প্রতিযোগিতার সফলতম দলকে সহজেই হারিয়ে গ্রুপ সেরা হয়ে উঠেছে সেমি-ফাইনালে।

বৃষ্টি বিঘিœত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ উইকেটে জিতেছে সাইফ হাসানের দল। টানা তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সেরা তারা। শেষ চারে তাদের সঙ্গী দুই জয় পাওয়া নেপাল।

কুয়ালা লামপুরে মঙ্গলবার বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩২ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৭ রান করে ভারত। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশ পায় ১৯০ রানের লক্ষ্য। জবাবে চার ওভার হাতে রেখেই লক্ষ্য পৌছে যায় তারা।

রান তাড়ায় নাইম শেখের সঙ্গে ১৩.১ ওভার স্থায়ী ৮২ রানের উদ্বোধনী জুটিতে দলকে দারুণ সূচনা এনে দেন পিনাক। তিনটি চার আর দুটি ছক্কায় ৩৮ রান করা নাইমকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন মানদীপ সিং। পরে অধিনায়ক আসিফকেও ফেরান তিনি।

কাছাকাছি সময়ে দুই উইকেট হারানোর কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি পিনাক ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তাদের ৮৩ রানের জুটিতে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

আগের দুই ম্যাচের নিষ্প্রভ পিনাক ৭৭ বলে অপরাজিত থাকেন ৮১ রানে। ৬টি চারের পাশে হাঁকান তিনটি ছক্কা। হৃদয় মাত্র ৩২ বলে দুটি চার আর চারটি ছক্কায় অপরাজিত ৪৮ রানে।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশকে আরও বড় লক্ষ্য দিতে পারেনি ভারত। নেই অর্ধশত রানের কোনো জুটি। প্রথম নয় ব্যাটসম্যানের সাত জনই যান দুই অঙ্কে। কিন্তু ফিফটি নেই একটিও। সর্বোচ্চ ৩৯ রানে অপরাজিত থাকেন সালমান খান। দ্বিতীয় সর্বোচ্চ আনুজ রাওয়াতের ৩৪।

৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রবিউল হক। নাঈম হাসান ও আফিফ হোসেন নেন দুটি করে উইকেট।

নেপালের কাছে আগের ম্যাচে হেরে শঙ্কায় পড়েছিল ভারত। বাংলাদেশের কাছে হেরে প্রথমবারের মতো ছিটকে গেল গ্রুপ পর্ব থেকে।

 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৩২ ওভারে ১৮৭/৮ (রানা ১৫, কালরা ১, অনুজ ৩৪, পরাগ ১৯, হার্ভিক ২, অভিষেক ৯, সালমান ৩৯*, দারশান ১৩, শিবা ১৭, মানদিপ ৭*; হাসান ০/২৮, অনিক ০/৩৪, নাঈম ২/৩৮, রবিউল ৩/৪৩, আফিফ ২/৩৮)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (লক্ষ্য ৩২ ওভারে ১৯০) ২৮ ওভারে ১৯১/২ (পিনাক ৮১*, নাইম ৩৮, সাইফ ১৬, তৌহিদ ৪৮*; আর্শদীপ ০/৪৬, দারশান ০/৩১, মানদীপ ২/৩৬, শিবা ০/৩০, পরাগ ০/১৬, অভিষেক ০/৩০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী

Share Button

     এ জাতীয় আরো খবর