January 15, 2025, 11:07 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়েমেনে দুর্ভিক্ষে না খেয়ে থাকবে লাখ লাখ মানুষ

ইয়েমেনে দুর্ভিক্ষে না খেয়ে থাকবে লাখ লাখ মানুষ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। পরে জবাবে গত সোমবার ইয়েমেনের স্থল, জল ও আকাশপথ বন্ধ করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের দাবি এই অবরোধের মাধ্যমে তারা ইরানকে বিদ্রোহীদের অস্ত্র দিতে বাধা দিচ্ছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। বিগত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখোমুখি ইয়েমেন। ত্রাণ সরবরাহ করা না হলে দেশটির লাখ লাখ মানুষ এখন না খেয়ে থাকবে বলে জানিয়েছে জাতিসংঘের এক কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক সৌদি জোটকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি নিরাপত্তা পরিষদকে বলেছি যদি এই অবরোধ তুলে নেওয়া না হয় তবে ইয়েমেন বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মধ্যে পড়বে।’ চলতি সপ্তাহের শুরুর দিকেও জাতিসংঘ ও রেডক্রস জানিয়েছিলো ওষুধসহ অনেক ত্রাণ সীমান্তে আটকে আছে। জরুরি ভিত্তিতে সেগুলো দুর্ভিক্ষপীড়িত মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। জাতিসংঘের মতে প্রায় ৭০ লাখ ইয়েমেনি দুর্ভিক্ষের শিকার হতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর