ডিটেকটিভ নিউজ ডেস্ক
রোহিঙ্গাদের মধ্য থেকে আল কায়েদার সদস্য সংগ্রহ করতে এসে সামিউন রহমান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক বৃটিশ নাগরিক ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
রোববার দিল্লীতে পুলিশের হাতে সে গ্রেফতার হয়।ভারতের মিডিয়া এই খবর দিয়েছে।
পুলিশ জানায়, ২৮ বছর বয়সী সামিউন আল কায়েদার অন্যতম গুরুত্বপূর্ণ রিক্রুটার বলে ভারতের পুলিশ জানিয়েছে। এর আগে জঙ্গীদের অর্থায়নের অভিযোগে বাংলাদেশের পুলিশ তাকে গ্রেফতার করেছিলো। কিন্তু গত এপ্রিল মাসে সে জামিনে মুক্তি পায়। এরপরই নাসরা কমান্ডার মোহাম্মদ জিওলানীর সঙ্গে তার যোগাযোগ হয় । জিলানীই তাকে রোহিঙ্গা শরনার্থীদের মধ্য থেকে আল কায়েদার সদস্য সংগ্রহের জন্য নির্দেশ দেয়।বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিহারের কিশানগঞ্জের সে বসবাস শুরু করে।