নেইমারের পরিবার ভীষণ গরীব ছিল
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ভীষণ গরীব ছিল নেইমারের পরিবার। দারিদ্র থেকে নানা চাড়াই উৎরাই পেরিয়ে আজকের জায়গায় উঠে এসেছেন ব্রাজিল সেনসেশন।
তবে ছোটবেলায় ফুটবলার হওয়ার কোন ইচ্ছেই ছিল না নেইমারের। বরং পাওয়ার রেঞ্জার্স কমিক বই এর সুপারহিরো হতে চাইতেন তিনি।
নেইমারের পরিবার ছিল মারাত্মক দরিদ্র। পরিস্থিতি একপর্যায়ে এত ভয়াবহ ছিল যে নেইমারের পরিবার তার দাদা বাড়িতে একটি মাত্র তোশকে গাদাগাদি করে ঘুমত। বাড়িতে বিদ্যুৎ থাকতো না প্রায় সময়ই। মোমবাতি দিয়ে চলতে হতো।
অভাবের কারণে তার বাবা তিনটি চাকরী করতেন। তাই প্রায় সময়ই নেইমার জুনিয়রের খেলা দেখতে যেতে পারতেন না।
এর পরের গল্প তো সবরাই জানা। অক্লান্ত পরিশ্রম করে আজ পৌঁছে গেছেন সাফল্যের শীর্ষে। বিশ্বের সবথেকে দামি খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন। যার প্রতি সপ্তাহের পারিশ্রমিক ৭০ কোটি টাকার বেশি।