বেলজিয়াম বিশ্বকাপের জন্য শতভাগ প্রস্তুত
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টা রিকাকে ৪-১ গোলে হারানোর পর বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেস জানালেন রাশিয়া বিশ্বকাপের জন্য তার দল শতভাগ প্রস্তুত।
গত ২ জুনের প্রস্তুতি ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বেলজিয়াম। কোস্টা রিকার বিপক্ষে দাপুটে জয়ের পর স্প্যানিশ কোচ মার্তিনেসের মনে হচ্ছে আগের চেয়ে এখন দলের মধ্যের বোঝাপড়াটা ভালো।
“আমরা প্রথম ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত। আপনারা পতুর্গাল ম্যাচের তুলনায় এ ম্যাচের পারফরম্যান্সের পার্থক্যটা দেখেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, এডেন হ্যাজার্ড ও মার্টেন্সের মধ্যে বোঝাপড়া ছিল আরও ভালো।”
“আমরা উন্নতির জন্য প্রতিটা দিন কাজ করেছি কিন্তু গ্রুপের তিনটা ম্যাচেও আমাদের উন্নতি করতে হবে। সেটা হলেই আমরা দেখতে পারব আসলে আমরা কোথাও আছি। কিন্তু আমি এরইমধ্যে বলেছি যে, আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত।”
আগামী ১৮ জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও তিউনিশিয়া।