উইন্ডিজ বড় লিড নিয়ে চালকের আসনে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
সময় যত গড়াচ্ছে ত্রিনিদাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণ তত দৃঢ় হচ্ছে। বোলারদের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে জেসন হোল্ডারের দল পেয়েছে বড় লিড। কাইরন পাওয়েলের ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে বিশাল লক্ষ্য দেওয়ার পথে স্বাগতিকরা।
তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৩১ রান। স্বাগতিকরা এগিয়ে ৩৬০ রানে। পাওয়েল ৬৪ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শেন ডাওরিচ ১১ রানে ব্যাট করছেন।
২২৯ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। লিড আড়াইশ ছাড়ানোর পর ভাঙে শুরুর জুটি। সুরঙ্গা লাকমলের বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে ফিরে যান ডেভন স্মিথ।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সেরা বোলার লাহিরু কুমারা নিজের তিন ওভারের মধ্যে ফিরিয়ে দেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও শেই হোপকে। দুই জনই ড্রাইভ করতে গিয়ে ধরা পড়েন উইকেটের পিছনে।
রোস্টন চেইসকে বোল্ড করে তার সঙ্গে পাওয়েলের ৪৪ রানের জুটি ভাঙেন রঙ্গনা হেরাথ। বাকি সময়টা ডাওরিচকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন পাওয়েল। ৮০ বলে খেলা তার ৬৪ রানের আক্রমণাত্মক ইনিংসে ৬টি চারের পাশে ছক্কা দুটি।
এর আগে পোর্ট অব স্পেনে শুক্রবার ৩ উইকেটে ৩১ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের ব্যাটিং ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। স্বাগতিক পেসারদের গতি এদিনও ভুগিয়েছে তাদের।
কেমার রোচের লেগ স্টাম্পের ফুল লেংথ ডেলিভারি ফ্লিক করতে গিয়ে শুরুতেই বোল্ড হয়ে যান রোশেন সিলভা। ৪৩ রানে ৪ উইকেট হারানো দলটি প্রতিরোধ গড়ে দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলার ব্যাটে।
দুই জনে দলকে এগিয়ে নেন ১২১ পর্যন্ত। লাঞ্চের আগে শেষ ওভারে উইকেট ছুড়ে আসেন অধিনায়ক। শ্যানন গ্যাব্রিয়েলের অফ স্টাম্পের বেশ বাইরের শর্ট বল উড়ানোর চেষ্টায় ধরা পড়েন পয়েন্টে। ৪৪ রান করে চান্দিমালের বিদায়ে ভাঙে আশা জাগানো ৭৮ রানের জুটি।
মাত্র ৬৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান নিরোশান ডিকভেলা। তার বিদায়ের পর বেশিদূর এগোয়নি অতিথিদের ইনিংস। হয়নি তেমন কোনো জুটি। আসা-যাওয়ার মিছিল থামাতে বুক চিতিয়ে লড়তে পারেননি কেউই।
অতিরিক্ত থেকে আসা দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রানের ওপর ভর করে দুইশ রানের কাছাকাছি যায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর।
লঙ্কানদের লেজ দ্রুত গুটিয়ে ৩ উইকেট নেন মিগুয়েল কামিন্স। দুটি করে উইকেট নেন রোচ ও গ্যাব্রিয়েল। উইকেটে বোলারদের সহায়তা ক্রমশ বাড়ছে। তাই ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪১৪/৮ ডিক্লে.
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ৩১/৩) ৫৫.৪ ওভারে ১৮৫ (মেন্ডিস ৪, কুসল পেরেরা ০, চান্দিমাল ৪৪, ম্যাথিউস ১১, সিলভা ৫, ডিকভেলা ৩১, দিলরুয়ান ২০, হেরাথ ৫, লাকমল ১৫, গামাগে ০*, কুমারা ৮*; রোচ ২/৩৪, গ্যাব্রিয়েল ২/৪৮, কামিন্স ৩/৩৯, হোল্ডার ১/১৫, বিশু ১/২৫)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪০ ওভারে ১৩১/৪ (ব্র্যাথওয়েট ১৬, স্মিথ ২০, পাওয়েল ৬৪*, হোপ ১, চেইস ১২, ডাওরিচ ১১*; লাকমল ১/২৫, গামাগে ০/২৩, হেরাথ ১/২২, কুমারা ২/২৮, দিলরুয়ান ০/২৭)