আর্জেন্টিনার লানসিনির বিশ্বকাপ স্বপ্ন শেষ
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ আর্জেন্টিনার জন্য। অভিজ্ঞ গোলরক্ষক সের্হিও রোমেরোর পর এবার ছিটকে গেলেন মিডফিল্ডার মানুয়েল লানসিনি।
অনুশীলনে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় বিশ্বকাপে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী এই ফুটবলার। হাইতির বিপক্ষে ৪-০ গোলে জেতা শেষ প্রস্তুতি ম্যাচে শুরুর একাদশে ছিলেন লানসিনি।
এখনও তার বিকল্প ঘোষণা করেনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।