-
- অপরাধ, জাতীয়, রাজনীতি, লিড নিউজ
- দুদকের জিজ্ঞাসাবাদে এমপি মিজান
- আপডেট সময় April, 16, 2018, 12:51 pm
- 445 বার পড়া হয়েছে
প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে খুলনা-২ এর সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
এর আগে গত ৪ এপ্রিল মো. মঞ্জুর মোর্শেদ স্বাক্ষরিত চিঠিতে এমপি মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তলবে সাড়া দিয়ে সকাল ১০টার দিকে তিনি দুদকের প্রধান কার্যালয়ে আসেন।
দুদকের অভিযোগে বলা হয়, মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারী, নিজ পরিবারের সদস্যদের নামে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ এবং মাদকের ব্যবসা করে শত শত কোটি টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৬এপ্রিল২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর