December 31, 2024, 12:06 am

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

শ্রীলংকাকে হারিয়ে আফগান অধিনায়ক যা বললেন

১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা পরাস্ত হলো এশিয়ার উঠতি দল আফগানিস্তানের সঙ্গে। সোমবার ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে শ্রীলংকা হেরে যায় আফাগানিস্তানের বিপক্ষে।

এদিন শ্রীলংকাকে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট করে আফগানরা। টার্গেট তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।

এর আগে বিশ্বকাপের চলতি আসরেই সবশেষ ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারায় আফগানরা।

সোমবার পুনেতে শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয়ে ৭৪ বলে দুটি চার আর এক ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

খেলা শেষে তিনি বলেন, সব বিভাগে যেভাবে পারফর্ম করেছি এতে আমরা বেশ খুশি এবং অধিনায়ক হিসেবে আমি গর্বিত।। পাকিস্তানের বিপক্ষে জিতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।

তিনি আরও বলেন, আজ আমরা বোলিংয়েও খুব ভালো শুরু করেছি। কোচ আমাদের সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ দেন। পাকিস্তান ম্যাচের আগে কোচের কথায় আমাদের মানসিকতা অনেক বদলে গেছে। বিশ্বকাপের আগে আমরা অনেক পরিশ্রম করেছি। তার ফলও পাচ্ছি।

হাশমতউল্লাহ আরও বলেন, একজন অধিনায়ক হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা আগামী ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই। আমি ভারতীয় জনগণকে ধন্যবাদ জানাই আমাদের সমর্থন করার জন্য স্টেডিয়ামে আসায়।

Share Button

     এ জাতীয় আরো খবর