July 1, 2024, 10:46 am

সংবাদ শিরোনাম
শার্শায় এইসএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত- ৪৬ ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৫তম জন্মবার্ষিকী বন্যার্ত আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ বিশ্ব যোগ দিবস ২০২৪ পালিত কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী

রংপুরে ট্রেনের ধাক্কায় অটোরিক্সা দুমড়ে-মুচড়ে বিচ্ছিন্ন চালকের পা

কাউনিয়া প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে মাহবুর রহমান নামে এক চালকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
আহত মাহবুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরহাদ মণ্ডল সময় সংবাদকে জানান, চালক মাহবুর অটোরিকশা নিয়ে তকিপল বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তকিপল বাজার এলাকার রেলগেট পার হওয়ার সময় বুড়িমারিগামী লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রেনের নিচে পড়ে অটোরিকশা চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কাউনিয়া রেলস্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, তকিপল বাজার এলাকার রেলগেটে একজন গেটম্যান ১২ ঘণ্টা ডিউটি করেন। এরপর সেখানে গেটম্যান থাকেন না। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পথচারীরা নিজ দায়িত্বে গেটটি পারাপার হন।
তিনি বলেন, অসাবধানতায় রেলগেট পাড় হওয়ায় সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের পা বিচ্ছিন্ন হয়েছে। গেটম্যানের দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধাঘণ্টা রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করে রাখেন। এতে রেললাইনে আটকা পড়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস। পরে প্রায় ৩৫ মিনিট দেরিতে কাউনিয়া স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
Share Button

     এ জাতীয় আরো খবর