January 15, 2025, 8:07 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ট্রেনের ধাক্কায় অটোরিক্সা দুমড়ে-মুচড়ে বিচ্ছিন্ন চালকের পা

কাউনিয়া প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে মাহবুর রহমান নামে এক চালকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
আহত মাহবুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরহাদ মণ্ডল সময় সংবাদকে জানান, চালক মাহবুর অটোরিকশা নিয়ে তকিপল বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তকিপল বাজার এলাকার রেলগেট পার হওয়ার সময় বুড়িমারিগামী লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রেনের নিচে পড়ে অটোরিকশা চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কাউনিয়া রেলস্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, তকিপল বাজার এলাকার রেলগেটে একজন গেটম্যান ১২ ঘণ্টা ডিউটি করেন। এরপর সেখানে গেটম্যান থাকেন না। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পথচারীরা নিজ দায়িত্বে গেটটি পারাপার হন।
তিনি বলেন, অসাবধানতায় রেলগেট পাড় হওয়ায় সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের পা বিচ্ছিন্ন হয়েছে। গেটম্যানের দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধাঘণ্টা রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করে রাখেন। এতে রেললাইনে আটকা পড়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস। পরে প্রায় ৩৫ মিনিট দেরিতে কাউনিয়া স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
Share Button

     এ জাতীয় আরো খবর