-
- রংপুর
- রংপুরে ট্রেনের ধাক্কায় অটোরিক্সা দুমড়ে-মুচড়ে বিচ্ছিন্ন চালকের পা
- আপডেট সময় August, 19, 2023, 4:47 pm
- 163 বার পড়া হয়েছে
কাউনিয়া প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে মাহবুর রহমান নামে এক চালকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
আহত মাহবুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরহাদ মণ্ডল সময় সংবাদকে জানান, চালক মাহবুর অটোরিকশা নিয়ে তকিপল বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তকিপল বাজার এলাকার রেলগেট পার হওয়ার সময় বুড়িমারিগামী লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রেনের নিচে পড়ে অটোরিকশা চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কাউনিয়া রেলস্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, তকিপল বাজার এলাকার রেলগেটে একজন গেটম্যান ১২ ঘণ্টা ডিউটি করেন। এরপর সেখানে গেটম্যান থাকেন না। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পথচারীরা নিজ দায়িত্বে গেটটি পারাপার হন।
তিনি বলেন, অসাবধানতায় রেলগেট পাড় হওয়ায় সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের পা বিচ্ছিন্ন হয়েছে। গেটম্যানের দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধাঘণ্টা রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করে রাখেন। এতে রেললাইনে আটকা পড়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস। পরে প্রায় ৩৫ মিনিট দেরিতে কাউনিয়া স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ জাতীয় আরো খবর