January 16, 2025, 4:02 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

আফগানিস্তানে ফের প্রাকৃতিক দুর্যোগ, ২০ জনের প্রাণহানি

অনরাইন ডেস্কঃ-

একের পর পর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে আফগানিস্তান। এবার দেশটিতে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ধ্বংস হয়ে গেছে ৩ হাজারেরও বেশি বাড়ি-ঘর।

শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে এ বন্যা হয়।- খবর বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম দ্য ডনের।

প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানায়, লোগার প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে ২০ জনের মৃত্যুর পাশাপাশি ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, বন্যার কারণে কয়েক ডজন খাল ও প্রায় ৫০০০ একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষিজমির বেশিরভাগই বাগান। এছাড়া প্রায় দুই হাজার গবাদিপশুও মারা গেছে।

এদিকে, প্রাদেশিক সরকার জানায়, নিরাপত্তা বাহিনী ও দাতব্য সংস্থাগুলো বাড়িঘর ধ্বংস হওয়ার পর ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে। মুখপাত্র বিলাল করিমি একটি পৃথক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত লোকদেরকে সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বিলাল করিমি বলেন, এ সংকটময় সময়ে আফগানদের সঙ্গে হাত মেলাতে ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে কোনো সুযোগ না ছাড়ার জন্য জরুরিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি।

এর আগে, ২২ জুন ভোরে আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক হাজারে বেশি মানুষ নিহত হন।  আহত হন দেড় হাজার।

Share Button

     এ জাতীয় আরো খবর