July 8, 2024, 9:58 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে একের পর এক বাঁধ ভেঙে ও সড়ক উপছে নতুন নতুন এলাকা প্লাবিত কোটা সমস্যার সমাধান করার দাবি জাতীয় শিক্ষাধারার জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে চিনি ও ঔষধ উদ্ধার পীরগঞ্জের ঝোরারঘাট শাহ্ সালেক দাখিল মাদ্রাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম পীরগঞ্জ ৮৭পিচ ইয়াবা ও অন্যঅন্য মামলায় আসামী আটক৫ ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাবসহ মোট ০৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সরকারী রাস্তাসহ ২৯টি মেহগনি গাছ কাটার অভিযোগ।। তদন্তে প্রশাসন পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পীরগঞ্জে পাট ও পাট বীজ উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুর মিঠাপুকুরে সেফটিক ট্যাংকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু

মরক্কোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ

মরক্কোর ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছেন এএফপি।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে খুরিবগা প্রদেশে সড়কের মোড় ঘোরার সময় বাসটি উল্টে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ জন নিহত হওয়ার খবর জানালেও পরে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানান আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক রোচদি কাদের।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বাসটি ক্যাসাব্লাঙ্কা ও আইত আত্তাব অঞ্চলের মধ্যে চলছিল। অঞ্চলটি হাই এটলাস পর্বতের বেনি মেল্লাল শহরের কাছে অবস্থিত। আহতদের খুরিবগার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা।

দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে মরক্কো ও উত্তর আফ্রিকার অন্য দেশগুলোতে প্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানায়, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে তিন হাজার ৫০০ মানুষ নিহত হন। এ সময়ে আহত হন ১২ হাজার মানুষ। এ তথ্যানুযায়ী দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মারা যান ১০ জন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর