শামীম মীর,গৌরনদী প্রতিনিধি
বরিশাল র্যাব-৮, অভিযান পরিচালনা করে বরিশাল জেলার গৌরনদী থানা হতে
একনলা বন্দুক, হাত বোমা তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিসহ কবির মৃধা শীর্ষ
সন্ত্রাসী কে গ্রেফতার করেছে র্যাব । বরিশাল জেলার গৌরনদী থানা
এলাকায় দীর্ঘদিন যাবৎ কবির মৃধা অস্ত্র , হাত বোমা তৈরির বিভিন্ন
সরঞ্জামাদিসহ ব্যবসায়ী ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছিল কবির মৃধা ।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ অভিযানিক দল
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে বরিশাল জেলার গৌরনদী মডেল
থানাধীন লাখরাজ কসবা সোবাহান সরদারের বাড়ির সামনে পাঁকা রাস্তার
উপর একজন ব্যক্তি বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে বিক্রয়ের জন্য
অবস্থান করছে। র্যাব কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছালে
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও
করিয়া কবির মৃধা কে আটক করে। আটক কৃত কবির মৃধার নিকট থেকে
০৭(সাত) টি সদ্য তৈরি হাত বোমা, সাদা পলিথিনের মধ্যে ১১৫(একশত
পনের) টি কাচের মার্বেল ০১ টি সাদা পলিথিনের মধ্যে ৮৬৫ গ্রাম ভাংগা
কাচের টুকরা, সাইকেলের বিয়ারিং বল ০২(দুই) প্যাকেট, বিস্ফোরক ভর্তি
০৬(ছয়) টি কলম, কালো টেপ ০৪(চার) টি, দুই কালারের তার মোট ১৯ ফিট
০৪ ইঞ্চি এবং ০১ (এক) টি একনলা বন্দুক উদ্ধার করে।
শনিবার গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল সিপিএসসি
এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী মডেল
থানায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন ।