January 14, 2025, 4:21 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫১৩

স্পোর্টস ডেস্কঃ

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের বড় লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ। মুমিনুল হকের ১৭৬, মুশফিকুর রহিমের ৯২ ও মাহমদুল্লাহ’র ৮৩* রানের ওপর ভর করে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে  ৫১৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে লঙ্কানদের ৫১৪ রানের টার্গেট দিয়েছে মাহমুদুল্লাহ বাহিনী।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভাল সূচনা এনে দেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৭২ রান।  ৫২ রানে তামিম ইকবাল ফিরে গেলে হাল ধরেন মুমিনুল ও ইমরুল।  এ জুটি থেকে আসে ৪৮ রান।  ব্যক্তিগত ৪০ রানে ফিরেন ইমরুল।  এরপর মুশফিক ও মুমিনুল ২৩৬ রানের জুটি গড়েন।  আর তাদের ব্যাটে ভর করে দিন শেষে ৩৭৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

এরপর দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। তারপর মোসাদ্দেকও ফিরেন ব্যক্তিগত ৮ রানে। কিন্তু মাহমুদউল্লাহ ও মিরাজের দৃঢ়তায় ৪০০ রানের ঘর ছাড়ায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি মিরাজ-মাহমুদউল্লাহর জুটিও। অযথা তৃতীয় রান নিতে গিয়ে রান আউটের শিকার হন মিরাজ। ব্যক্তিগত ২০ রানে ফিরেন তিনি। সেখান থেকে সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের সাথে ছোট ছোট জুটি গড়ে বাংলাদেশকে ৫১৩ রানে সংগ্রহ এনে দেন মাহমুদুল্লাহ। তিনি অপরাজিত থাকেন ৮৩ রানে।

লঙ্কানদের হয়ে রঙ্গনা হেরাথ ও লাকমাল ৩টি সাদকান ২টি ও পেরেরা ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস;
 ৩৭৪/৪ (৯০ ওভার)- মুমিনুল (১৭৫), মুশফিক (৯২), মাহমুদুল্লাহ (৮৩) তামিম (৫২), ইমরুল (৪০)। লাকমাল ৩/৬৮, হেরাথ৩/১৫০।

Share Button

     এ জাতীয় আরো খবর