বিনোদন ডেস্ক :: পিডিনিউজ২৪.কম ।।
৫৬ বছর বয়সী বলিউড সুপারস্টার সালমান খান ১৯৮৮ সালে বলিউডে যাত্রা শুরু করেন। বর্তমানে ভারতের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন তিনি।
জনপ্রিয় এই অভিনেতার বিপুল সম্পত্তির ভান্ডারে রয়েছে অনেক দামী গাড়ী, বাড়ী। তার মধ্য থেকে কয়েকটি বিলাসবহুল বাড়ী ও এপার্টমেন্টের পরিচয় তুলে ধরা হলো।
দুবাই’র বাড়ি :
সালমানের প্রিয় শহরের মধ্যে দুবাই অন্যতম। প্রায়শই তাকে দুবাই যেতে দেখা যায়। দুবাইয়ের বুর্জ খলিফার কাছে দ্য অ্যাড্রেস ডাউনটাউনে সালমান খানের একটি বাড়ি রয়েছে। তবে বাড়িটির মূল্য জানা যায়নি।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট :
বান্দ্রায় অবস্থিত এই অ্যাপার্টমেন্ট। কথিতভাবে বলা হয়ে থাকে তার এই অ্যাপার্টমেন্টটির মূল্য ১৬ কোটি রুপি।
পানভেল ফার্মহাউস :
পানভেল ফার্মহাউস অর্পিতা ফার্মস নামেও পরিচিত। মুম্বাই থেকে মাত্র এক ঘণ্টা দূরে অবস্থিত এই ফার্মহাউসটি। এই সম্পত্তির চারপাশের খবরের কারণে আপাতদৃষ্টিতে এটি তার সবচেয়ে জনপ্রিয় সম্পত্তির একটি। যার দাম ৮০ কোটি রুপি।
গড়াই বিচ হাউস :
ছুটি কাটানোর জন্য গড়াই বিচ হাউস দূর মনে হলেও ভাইজান বিষয়টাকে সহজ করে ফেলেছেন। শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটারের বেশি দূরে এর অবস্থান। ভারতীয় গণমাধ্যম মতে, গড়াইয়ে সালমান খানের একটি বিচ হাউস রয়েছে। এটি ১০০ একর সম্পত্তি। যার মূল্য ১০০ কোটি রুপি।
বান্দ্রার ফ্ল্যাট :
বান্দ্রার একটি ভবনের পুরো ১১তলা কিনেছেন সালমান। যার মূল্য ৩০ কোটি রুপি।