লামিছানে নেপালের প্রথম ক্রিকেটার আইপিএলে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
গত দুই বছরে বেশ কয়েকবারই আলোচনার জন্ম দিয়েছেন। সন্দিপ লামিছানে খবরের শিরোনাম হলেন আবারও। নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে সুযোগ পেলেন আইপিএলে। ১৭ বছর বয়সী এই লেগ স্পিনারকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
বাংলাদেশে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালের হয়ে খেলেছেন লামিছানে। আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে তুলেছিলেন আলোড়ন। বড় ভূমিকা রেখেছিলেন দলের কোয়ার্টার-ফাইনালে ওঠায়।
পরে সেই বছরই হংকয়ে একটি ক্রিকেট ট্রেনিং ক্যাম্পে লামিছানেকে দেখে অবাক হন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। তরুণ লেগ স্পিনারের প্রতিভায় মুগ্ধ হয়ে ক্লার্ক তাকে সিডনির ক্লাব ক্রিকেটে খেলার সুযোগ করে দেন। পাশাপাশি সিডনিতে নিজের ক্রিকেট একাডেমিতে ট্রেনিংয়ের সুযোগও দেন।
রোববার আইপিএলের নিলামের দ্বিতীয় দিনে লামিছানেকে ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে দলে নেয় দিল্লি। দলের নতুন কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং পরে জানান, নেটে লামিছানেকে দেখে মুগ্ধ হয়েই দলে নিয়েছেন তারা।
নিলামের দ্বিতীয় বড় চমক হিসেবে এসেছে জয়দেব উনাদকাট ও কৃষ্ণাপ্পা গৌতমের নাম। দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের উনাদকাটকে ১১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এবারের আইপিএল নিলামে সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার তিনিই। আগের দিন ওপেনার লোকেশ রাহুলকে ১১ কোটি রুপিতে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব।
অফ স্পিনিং অলরাউন্ডার গৌতমের ভিত্তিমূল্য ছিল ২০ রাখ রুপি। রাজস্থান তাকে নিয়েছে ৬ কোটি ২০ লাখ রুপিতে।
আগের দিন রশিদ খানের দাম ৯ কোটি রুপি উঠেছিল। আফগান ক্রিকেটারদের সুসময় ছিল দ্বিতীয় দিনও। সাম্প্রতিক ‘সেনসেশন’ অফ স্পিনার মুজিব জাদরানকে ৪ কোটি রুপিতে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১ কোটি রুপিতে মোহাম্মদ নবিকে আবার নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বিপিএলে রংপুর রাইডার্সে খেলা যাওয়া চায়নাম্যান বোলার জহির খানকে ৬০ লাখ রুপিতে নিয়েছে রাজস্থান রয়্যালস।
উল্লেখযোগ্য অন্যান্যের মধ্যে এভিন লুইসকে ৩ কোটি ৮০ লাখ রুপিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে থাকা পেসার শিভাম মাভিকে ৩ কোটি রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে আলোচিত অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে ৩ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।