January 13, 2025, 11:23 pm

সংবাদ শিরোনাম

বাংলাদেশ আফিফের অলরাউন্ড নৈপুণ্যে পঞ্চমের লড়াইয়ে

বাংলাদেশ আফিফের অলরাউন্ড নৈপুণ্যে পঞ্চমের লড়াইয়ে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে সেই ইংলিশদেরই অনায়াসে হারিয়ে পঞ্চম স্থানের লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ।

কুইন্সটাউনে রোববার আফিফ হোসেনের অলরাউন্ডার পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টেস্ট দলে ডাক পেয়ে বাংলাদেশে ফিরে আসা অফ স্পিনার নাঈম হাসানকে ছাড়া খেলতে নেমেও ইংলিশদের ২১৬ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। রান তাড়ায় জিতে যায় ১৫ বল বাকি রেখে।

আগামী বুধবার কুইন্সটাউনেই পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগের দিন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে লড়বে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড।

গ্রুপ পর্বেও ইংল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন আফিফ। তবে সেদিন লড়াইও করতে পারেনি দল। এবার ব্যাটে-বলে আরও ভালো করে দলের জয়ের নায়ক আফিফ। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন দুর্দান্ত ৭১।

টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই তুলে নেয় ইংলিশ ওপেনার টম ব্যান্টনকে। তবে দ্বিতীয় উইকেটেই বড় জুটি গড়েন লিয়াম ব্যাঙ্কস ও হ্যারি ব্রুক। দুজনে যোগ করেন ১২৬ রান।

৭৪ রান করা ব্যাঙ্কসকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ রাকিব। দুই দলের আগের লড়াইয়ে ঝড়ো সেঞ্চুরি করা ব্রুককে ফেরান হাসান মাহমুদ।

হাসান ও কাজি অনিকের দারুণ বোলিংয়ে সুবিধা করতে পারেনি ইংলিশ মিডল অর্ডার। ১৪ রানের মধ্যে হারিয়ে বসে তারা ৫ উইকেট। পরে জ্যাক ডেভিসের ২৬ ও প্রেম সিসোদিয়ার ২০ রানে দুইশ ছাড়ায় তারা।

শেষ দিকে দ্রুত ৩ উইকেট নিয়ে ইংলিশদের থামান আফিফ। হাসান মাহমুদও নিয়েছেন ৩টি, দুটি কাজি অনিক।

রান তাড়ায় পিনাক ঘোষকে আবারও দ্রুত হারায় বাংলাদেশ। তবে ওপেনিংয়ে ফিরে আসা সাইফ হাসান টেনে নেন দলকে। তিনে সুযোগ পেয়ে আমিনুল ইসলাম খানিকক্ষণ সঙ্গ দেন সাইফকে। চারে নেমে তৌহিদ হৃদয় আউট হন ১০ রানে।

চতুর্থ উইকেটে সাইফ ও আফিফ গড়েন ৬৬ রানের জুটি। অধিনায়ক সাইফ ফেরেন ৫৯ রানে। সেখান থেকে দলকে এগিয়ে নেন সহঅধিনায়ক আফিফ। ৫৯ রানের জুটিতে তাকে সঙ্গ দেন রাকিব।

দলকে জয়ের দুয়ারে নিয়ে আফিফ ফেরেন ৭১ রানে। ৮৬ বলের ইনিংসে ছিল ৭টি চার, ১টি ছক্কা। ২৮ রানে অপরাজিত রাকিব ফেরেন দলের জয় সঙ্গে নিয়ে।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা আফিফ।

 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৭.২ ওভারে ২১৬ (ব্যান্টন ৬, ব্যাঙ্কস ৭৪, ব্র্রুক ৬৬, জ্যাকস ২, উডস ৪, ট্রিনথ ১, ডেভিস ২৬, সিসোদিয়া ২০, ফিঞ্চ ২, ব্যাম্বার ৬*, পেনিংটন ১; হাসান ৩/২৯, অনিক ২/৪৬, রবিউল ১/২৭, টিপু ০/৫০, রাকিব ১/৩৯, আফিফ ৩/১৮, সাইফ ০/৬)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৭.৩ ওভারে ২২০/৫ (পিনাক ৭, সাইফ ৫৯, আমিনুল ২০, হৃদয় ১০, আফিফ ৭১, রাকিব ২৮*, শাকিল ৬*; ব্যাম্বার ১/৩২, পেনিংটন ০/৩৩, ব্রুক ০/৩৪, ফিঞ্চ ২/৩৬, জ্যাকস ০/২৩, সিসোদিয়া ১/৩২, উডস ১/২৭)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আফিফ হোসেন

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর