January 13, 2025, 11:20 pm

সংবাদ শিরোনাম

প্রধান নির্বাচক রাজ্জাক, তুষারদের আশা দেখালেন

প্রধান নির্বাচক রাজ্জাক, তুষারদের আশা দেখালেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে চলা আবদুর রাজ্জাক, তুষার ইমরান, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসানদের আশা দেখালেন মিনহাজুল আবেদীন। প্রধান নির্বাচক জানালেন, লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা খেলোয়াড়েরাও আছেন তাদের বিবেচনায়। তবে শুধু ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেই হবে না, তাদের ‘এ’ দলের হয়ে প্রমাণ দিয়ে ফিরতে হবে জাতীয় দলে।

নিজেদের প্রমাণ করার সুযোগ রাজ্জাক-তুষাররা কবে নাগাদ পাবেন তা অবশ্য নিশ্চিত নয়। ২০১৪ সালের পর তিন বছরের বিরতিতে গত অক্টোবর-নভেম্বরে সবশেষ সিরিজ খেলে ‘এ’ দল। দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডের জন্য মূলত তারুণ্য নির্ভর দল গড়েন নির্বাচকরা। প্রাধান্য দেওয়া হয় হাই পারফরম্যান্স দলে থাকা ক্রিকেটারদের।

আগামীতে অভিজ্ঞ ক্রিকেটারদের ‘এ’ দলে রাখার আভাস দিলেন মিনহাজুল।

“ঘরোয়া ক্রিকেটে রাজ্জাকের মতো যারা পারফর্ম করে আসছে, ভবিষ্যতে তাদের সুযোগ অবশ্যই (থাকবে)। যারা পারফরম্যান্স করছে, তাদের জন্য একটা মঞ্চ, ‘এ’ দল আছে। জাতীয় দলে যাওয়ার আগে তো তাদের একটা মঞ্চ দিতে হবে। সেই হিসেবে আমাদের মাথায় আছে। সামনে দেখা যাক।”

আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানের পার্থক্য নিয়ে। একই কথা বললেন মিনহাজুলও।

“কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে, ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ব্যবধান আছে। শুধু ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন। আপনি দেখবেন বিসিএলের গত রাউন্ডে একটা ভেন্যুতে সাতটা সেঞ্চুরি হয়েছে। উইকেটের কন্ডিশনও কিন্তু দেখতে হবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর